স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের অংশবিশেষ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার পর এবার সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নগরীর ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের পরিত্যক্ত বাসায় আগুন দিয়েছে একদল হেলমেটধারী ব্যক্তি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নগরীর পূর্ব পীর মহল্লা এলাকায় সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসা অগ্নি সংযোগ করা হয়।
স্থানীয়রা জানান, মোটর সাইকেলে হেলমেট পড়ে ২০ থেকে ৩০ জন লোক আফতাব হোসেন খানের পরিত্যক্ত বাসায় আগুন দেওয়া হয়। এসময় ধোঁয়া দেখে এলাকাবাসী প্রথমে আগুন নেভাতে চেষ্টা করেন।
পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসআই/