নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের স্বীকৃতি স্বরূপ রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে অদম্য নারী পুরস্কার ২০২৪ সংবর্ধনা অনুষ্ঠান। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে রাজশাহী বিভাগের প্রায় অর্ধশত শ্রেষ্ঠ সংগ্রামী নারীদের সম্মাননা প্রদান করা হয় এ সময় শ্রেষ্ঠ অদম্য নারীদের জীবনসংগ্রামের উপর নির্মিত ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শন করা হয়। এর পরে শ্রেষ্ঠ অদম্য নারীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) কেয়া খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, এবং রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার)।
প্রধান অতিথির বক্তব্যে কেয়া খান বলেন, নারীর উন্নয়ন পুরুষদের সহায়তা ছাড়া সম্ভব নয়। সমতার সমাজ প্রতিষ্ঠার জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে নারীদের কোনো অভিযোগ থাকবে না। নারীদের উন্নয়ন প্রকল্পের জন্য বর্তমানে ৯টি প্রশিক্ষণ কেন্দ্র চালু রয়েছে, যার মধ্যে ৭টি অনাবাসিক এবং ২টি আবাসিক। এছাড়াও কর্মক্ষেত্রে নারীদের আগ্রহী করতে ভাতা, খাদ্য সহায়তাসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন যে, নারীদের ক্ষমতায়নের জন্য বাল্যবিবাহ প্রতিরোধে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তবে এখনো নারীদের প্রতি সহিংসতা পুরোপুরি রোধ করা সম্ভব হয়নি। এ সমস্যা সমাধানে সরকার কুইক রেসপন্স টিম গঠন করেছে, যা নারীদের যেকোনো সংকটে তাৎক্ষণিক সহায়তা প্রদান করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি (অতিরিক্ত সচিব)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নারীদের উন্নয়নে সরকার প্রতি বছর নানা পরিকল্পনা গ্রহণ করছে এবং সেগুলো যথাযথভাবে বাস্তবায়নের চেষ্টা করছে। ভবিষ্যতেও এ ধরনের নারী উন্নয়ন প্রকল্প অব্যাহত থাকবে।
এ ধরনের কার্যক্রম নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন, যারা নারীর উন্নয়নে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
এসএস/