spot_img

ধামরাইয়ে অবৈধ দুই ইট ভাটার চিমনি ধ্বংস

এসম্পর্কিত আরো পড়ুন

সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুইটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ধ্বংস ও কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানটি পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি সাফফাত আরা সাঈদ।

মঙ্গলবার দুপুরে (১১ মার্চ) ধামরাই উপজেলার সুয়াপুর ও কুল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

- বিজ্ঞাপন -

অভিযানে জয় বাংলা ব্রিকস ও এসআরএম ব্রিকসের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চিমনি ধ্বংস ও কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

প্রশাসন জানায়, সারা দেশে সব অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দিতে বিভাগীয় কমিশনার ও ডিসিদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামনুন আহমেদ অনীক জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ধামরাই উপজেলার সকল অবৈধ ইট ভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

এএকে/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img