সাভার প্রতিনিধি: ঢাকার সাভারের আশুলিয়ায় আট বছরের এক শিশু মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. রাসেল (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় মঙ্গলবার আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী শিশুর বাবা।
অভিযুক্ত মো. রাসেল ভোলার লালমোহন উপজেলার নবীনগর এলাকার মো. বাবুল বেপারীর ছেলে।
ভুক্তভোগী শিশুটি আশুলিয়ায় পোশাক শ্রমিক বাবা-মায়ের সঙ্গে থাকে ও স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করে। পরিবারটি সাভারের আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি শিশুটির পিতার মামার ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, আশুলিয়ার কাইচাবাড়ী এলাকায় একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় একটি ভাড়া কক্ষে শিশুটিকে (৮) নিয়ে বসবাস করেন এক দম্পতি। তারা দুজনেই আশুলিয়ার দুটি প্রতিষ্ঠানে চাকুরি করেন। শিশুটি আশুলিয়ার একটি মাদ্রাসার শিক্ষার্থী। গত ২৮ ফেব্রুয়ারি ওই বাসায় বেড়াতে আসেন মো. রাসেল।
প্রতিদিনের মতো গতকাল সোমবার মেয়ে শিশুটিকে ও রাসেলকে বাসায় রেখে কাজে যান ওই দম্পতি। সকাল ৮ টার দিকে রাসেলের বাবা মুঠোফোনে শিশুটির বাবাকে জানান রাসেলকে অজ্ঞাত ব্যক্তিরা আশুলিয়ার ওই বাসার পাশে আটকে রেখেছেন। বিষয়টি জানতে পেরে বাসায় আসেন শিশুটির বাবা। বাসায় পৌঁছে তিনি দেখেন সে পাশের অপর একটি কক্ষে কান্নাকাটি করছে। পরে শিশুটি ও আশপাশের লোকজন তাকে জানায় সকাল ৭ টার দিকে শিশুটিকে ধর্ষণের পর রাসেল পালিয়ে গেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ বলেন, শিশু ধর্ষণের অভিযোগে শিশুটির বাবা আজ (মঙ্গলবার) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আসামীকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ওই শিশুটির স্বাস্থ্য পরিক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
এএকে/