spot_img

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

এসম্পর্কিত আরো পড়ুন

আরিফুল ইসলাম সাব্বির, সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিক ও স্টাফরা। এতে ভোগান্তি পড়েছে ওই সড়কের চলাচলরত যাত্রীরা।

বুধবার (১২ মার্চ) দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকার মাহমুদ ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিক ও স্টাফরা অবরোধ করেন।

- বিজ্ঞাপন -

বেলা সাড়ে ৩টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনরত শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, আমাদের পোশাক কারখানায় আগে নিয়মিতভাবে শ্রমিকদের ও স্টাফদের বেতন পরিশোধ করা হতো। কিন্তু জানুয়ারি মাস থেকে কারখানার মালিকপক্ষ শ্রমিক ও স্টাফদের বেতন পরিশোধ করেন না। এতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া পড়েছে। সে কারণে কারখানার শ্রমিক ও স্টাফরা বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। কিন্তু মালিকপক্ষ আমাদের বেতন কবে নাগাদ পরিশোধ করেন তা নিয়ে টালবাহানা করছে বলে ক্ষোভ প্রকাশ করেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত,ওসি) কামাল হোসেন বলেন, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে। আমরা সমধানের চেষ্টা করছি বলে জানান তিনি।

এএকে/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img