spot_img

৫ বছরে সড়কে নিহত শিক্ষার্থীদের ৫০ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনায়

এসম্পর্কিত আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট:

প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। এর মধ্যে শিক্ষার্থীদের সংখ্যাও অনেক বেশি। গত ৫ বছরে নিহত শিক্ষার্থীদের প্রায় ৫০ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন।

- বিজ্ঞাপন -

গবেষণায় দেখা গেছে দেশে সড়ক দুর্ঘটনায় ৫ বছরে মোট ৩৪ হাজার ৪৭৮ জন নিহত হয়েছেন। যার মধ্যে ১৬ শতাংশের বেশি শিক্ষার্থী। এর কারণগুলোর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয়ে পর্যাপ্ত সচেতনতা ও প্রশিক্ষণের অভাবকেও দায়ী করা হয়েছে।

গবেষণা করা প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশন তাদের সাম্প্রতিক গবেষণায় বলেছে, গত সাড়ে পাঁচ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৫ হাজার ৯১৬ শিক্ষার্থীর। এর মধ্যে প্রায় ৫০ শতাংশই মারা গেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। আর আঞ্চলিক সড়কগুলোতেই দুর্ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। যা প্রায় ২৯ শতাংশ।

শনিবার গবেষণা প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সংবাদপত্রের প্রতিবেদন ও নিজস্ব অনুসন্ধানের ওপর ভিত্তি করেই রোড সেফটি ফাউন্ডেশন গবেষণাটি করেছে।

এতে দেখা গেছে, ২০১৯ সাল থেকে শুরু করে এ বছরের জুন মাস পর্যন্ত দেশে সড়ক দুর্ঘটনায় মোট ৩৪ হাজার ৪৭৮ জন নিহত হন। এর মধ্যে ১৬ শতাংশের বেশি শিক্ষার্থী।

প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, ৫ থেকে ১৭ বছর বয়সী স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছে ২ হাজার ৬৪১ জন । আর ১৮ থেকে ২৫ বছর বয়সী কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন ২ হাজার ৯৭৮ জন।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান গণমাধ্যমকে বলেন, সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য দীর্ঘমেয়াদি কোনো টেকসই পরিকল্পনার বাস্তবায়ন হচ্ছে না। যেসব উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, তা অনেকটা অবৈজ্ঞানিক ও সমন্বয়হীন। দেশের নৈরাজ্যকর সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হলে একটি দীর্ঘমেয়াদি সমন্বিত টেকসই পরিবহনকৌশল বাস্তবায়ন করতে হবে।

 

আরএন/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img