spot_img

ঝিনাইদহে পুলিশকে ফুল দিয়ে বরণ করে নিলো ছাত্রশিবির

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: ঝিনাইদহে কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে জেলা শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড় ও আরাপপুরসহ গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। এতে জেলার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

ঝিনাইদহের ট্রাফিক পরিদর্শক মশিউর রহমান বলেন, ‘জেলার ৬ উপজেলার ৪০টি গুরুত্বপূর্ণ স্থানে আমরা কাজ শুরু করেছি। আমাদেরকে শিক্ষার্থীসহ রেড ক্রিসেন্টের সদস্যরা সহযোগিতা করছে।’

- বিজ্ঞাপন -

এদিকে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেছেন শিক্ষার্থীরা। সকালে পোস্ট অফিস মোড়ে কর্মরত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন শিবিরের নেতাকর্মীসহ শিক্ষার্থীরা। এ সময় পেশাগত দ্বায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা।

শিবিরের শহর শাখার সভাপতি মেহেদি হাসান রাজু বলেন, ‘শহরের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা কাজ শুরু করেছে। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আমাদের পক্ষ থেকে তাদের সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত আছি।’

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img