এডুকেশন টাইমস ডেস্ক: জীবন ধারণ ও শিক্ষা ব্যবস্থার জন্য বিশ্বের তৃতীয় স্থানে আছে নেদারল্যান্ড। নেদ্যারল্যান্ডকে উচ্চশিক্ষার সেরা ডেস্টিনেশন হিসেবে ধরা যেতে পারে। নেদারল্যান্ডস বিশ্বের ১৮তম বৃহত্তম অর্থনীতির দেশ। ফিলিপস, হেইনকেন, কেএলএম, শেল, আইএনজি, ইউনিলিভারসহ বিশ্বের বেশ কিছু বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠান নেদারল্যান্ডসের। কৃষি, পানি ব্যবস্থাপনা, শিল্প, সরবরাহ ব্যবস্থপনা, টেকসই শক্তিসহ অনেক ক্ষেত্রে নেদারল্যান্ডস বিশ্বসেরা।
বিদেশে পড়াশোনা করার জন্য অনেক শিক্ষার্থীর অন্যতম পছন্দের দেশ নেদারল্যান্ডস। দেশটি ইউরোপের প্রায় সবগুলো দেশের রাজধানীর সঙ্গে সংযুক্ত। জার্মানি ও বেলজিয়ামের নিকটতম প্রতিবেশী দেশ নেদারল্যান্ডস। দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা প্রতিবেশী দেশগুলোতেও কাজের সুযোগ পেয়ে থাকেন।
উচ্চশিক্ষার জন্য যারা ইউরোপে পড়তে যেতে চান, তাদের জন্য অন্যতম গন্তব্য হতে পারে নেদারল্যান্ড। দেশটি বেশ কয়েকটি বৃত্তি দেয়। এর একটি ‘মিনার্ভা স্কলারশিপ ফান্ড’। মিনার্ভা স্কলারশিপ ফান্ড ফাউন্ডেশন বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও গবেষণা প্রকল্পের জন্য স্কলারশিপ দেয়। এটি একটি দাতব্য সংস্থা। নেদারল্যান্ডসে সরকারের অর্থায়িত একটি প্রোগ্রাম। এখন আবেদন চলছে। ইন্টার্নশিপ, স্টাডি ও রিসার্চে দেয়া হয় এ বৃত্তি।
আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপ নিয়ে বিনা মূল্যে পড়াশোনা করতে পারবেন। নেদারল্যান্ডের পাবলিক রিসার্চভিত্তিক প্রতিষ্ঠান লাইডেন বিশ্ববিদ্যালয় এ মিনার্ভা স্কলারশিপ দেয়। এর আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পান। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
লাইডেন বিশ্ববিদ্যালয় নেদারল্যান্ডসের লাইডেন শহরে অবস্থিত প্রাচীনতম একটি বিশ্ববিদ্যালয়। এটি ১৫৭৫ খ্রিষ্টাব্দে অরেঞ্জির রাজপুত্র উইলিয়ামের হাতে প্রতিষ্ঠিত হয়। হল্যান্ডের রাজবংশের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির এখনো অনেক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রানি জুলিয়ানা ও বিয়েট্রিক্স এবং যুবরাজ উইলেম-আলেক্সান্ডার এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ২০০৫ খ্রিষ্টাব্দে রানি বিয়েট্রিক্স এখান থেকে সম্মানসূচক ডিগ্রি লাভ করেন।
যেসব সুযোগ-সুবিধা
• টিউশন ফি মওকুফ
• মাসে ৯০০ থেকে ২ হাজার ইউরো পর্যন্ত ভাতা প্রদান করা হয়
• গবেষণা খরচ
• যাতায়াতের বিমানভাড়ার খরচ
• আবাসন খরচ
আবেদনের বিষয়বস্তু
প্রথমে লাইডেন বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য ভর্তি হতে হবে। প্রকল্পগুলো ইন্টার্নশিপ, অধ্যয়ন বা গবেষণাভিত্তিক হতে হবে। প্রকল্প শেষ হওয়ার পর শিক্ষার্থীকে অবশ্যই তিন মাসের মধ্যে প্রকল্পের প্রতিবেদন ছবিসহ জমা দিতে হবে।
আবেদনের বিষয়সমূহ
• প্রত্নতত্ত্ব
• মানবিক
• মেডিসিন/এলইউএমসি
• গভর্ন্যান্স ও গ্লোবাল অ্যাফেয়ার্স
• আইন
• সামাজিক ও আচরণমূলক বিজ্ঞান
• বিজ্ঞান।
নির্বাচন প্রক্রিয়া
বৃত্তিটির জন্য বিশ্ববিদ্যালয়টির বরাদ্দ কমিটি নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে আবেদন মূল্যায়ন করবেন। মূল্যায়ন প্রক্রিয়া চলাকালীন গবেষণার প্রাসঙ্গিকতা এবং একাডেমিক দক্ষতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আবেদনের সময়সীমার এক মাস পরেই নির্বাচিত প্রার্থীদের অবহিত করা হবে।
আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত জানতে ভিজিট করুন https://www.universiteitleiden.nl/en/scholarships/sea/minerva-scholarship-fund
আবেদনের শেষ তারিখ
আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
এসএস/
মন্তব্য করুন