spot_img

কর্মী সংকট, দক্ষ কর্মীদের ভিসা বাড়াচ্ছে জার্মানি

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: দীর্ঘদিন ধরে চলমান জনবলসংকট কাটাতে দক্ষ কর্মী ভিসার সংখ্যা বাড়াচ্ছে জার্মানি। এ কর্মসূচির আওতায় চলতি ২০২৪ সাল শেষ হওয়ার আগেই অতিরিক্ত দুই লাখ দক্ষ কর্মীকে ভিসা দেবে দেশটি। দক্ষ কর্মী ভিসার পাশাপাশি শিক্ষার্থী ভিসার সংখ্যা বাড়ানোর কথাও জানিয়েছে দেশটির সরকার।

২০২৩ সালে যতগুলো দক্ষ কর্মী ভিসা ইস্যু করেছিল জার্মানি, শতকরা হিসেবে ২০২৪ সালে এই ভিসার পরিমাণ বাড়ানো হয়েছে ১০ শতাংশ। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার রোববার এক ঘোষণায় বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা দক্ষ কর্মী সংকটে ভুগছি। এ সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টাও জারি আছে। এরই অংশ হিসেবে ভিসা বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

- বিজ্ঞাপন -

বর্তমানে জার্মানিতে ১৩ লাখ ৪০ হাজার লাখ চাকরির পদ খালি পড়ে আছে। দক্ষ কর্মীদের অভিবাসনের নিয়ম শিথিল করার মাধ্যমে ইউরোপের অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশটির দীর্ঘমেয়াদি সংকট সমাধানের চেষ্টা চলছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির অর্থনীতি কিছুটা স্থবির হয়ে পড়েছে।

নতুন নিয়মে যারা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নাগরিক নন, তারা জার্মান শ্রম বাজারে সহজে প্রবেশ করতে পারবেন এবং সম্ভবত তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে যেতে পারবেন। এ জন্য পয়েন্ট সংগ্রহের মানদণ্ডের কথা বলেছে দেশটি। নতুন দক্ষ কর্মী ভিসায় যাঁদের নেওয়া হবে, তাঁদের জন্য কিছু শর্তও বেঁধে দিয়েছে জার্মান সরকার। শর্তগুলোর মধ্য আছে জার্মান ভাষায় দক্ষতা, সুনির্দিষ্ট কাজে অভিজ্ঞতা ও কম বয়স।

জার্মানির স্বাস্থ্যসেবা, পরিষেবা খাত এবং প্রযুক্তি খাতে কর্মী সংকট তীব্র আকার ধারণ করেছে।

গত পাঁচ বছরে জার্মানিতে কর্মসংস্থান ১৬ লাখ বেড়েছে, যার ৮৯ শতাংশই বিদেশিদের মাধ্যমে পূরণ হয়েছে।

জার্মান সরকার জানিয়েছে, বিদেশি কর্মী ছাড়া ২০২৩ সালে দেশটির কর্মসংস্থান কমে যেত।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানেলিনা বেয়ারবক জানিয়েছেন, দক্ষ কর্মী ভিসার পাশাপাশি শিক্ষার্থী ভিসার সংখ্যা বাড়ানোরও উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ২০২৫ সালে শতকরা হিসেবে ২০ শতাংশ বাড়ানো হবে শিক্ষার্থী ভিসার পরিমাণ এবং ভবিষ্যতে পর্যায়ক্রমে তা ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হবে।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img