বিদেশে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কাছে আকষর্ণীয় এক গন্তব্য। বাংলাদেশের শিক্ষার্থীদের কাছেও যুক্তরাজ্য উচ্চশিক্ষার জন্য পছন্দের শীর্ষে রয়েছে। যুক্তরাজ্যে পড়াশুনা করা আপনার ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ হতে পারে। দেশটিতে একাধিক বিষয়ে উচ্চতর ডিগ্রি রয়েছে। যা একজন ব্যক্তির শিক্ষা জীবনকে যেমন পরিবর্তন করে দিতে পারে, তেমনি তার চাকরি জীবনেও বড় সাফল্য আনতে পারে।
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকের সবচেয়ে বড় বাধা অর্থের জোগান। অর্থের অভাবে প্রতি বছর অনেক শিক্ষার্থীর যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন ভগ্ন হয়ে যায়। তবে দেশটিতে প্রতি বছরই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে একাধিক স্কলারশিপ প্রদান করা হয়। কোনো শিক্ষার্থী এসব স্কলারশিপ পেলে যুক্তরাজ্যে টিউশন ফি, জীবন ধারণের খরচ এবং বিমানে আসা যাওয়ার খরচও তাকে বহন করতে হয় না।
ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণে স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করা হয়। কেউ চাইলে এখান থেকে বিভিন্ন তথ্য বা সেবা নিতে পারেন।
যুক্তরাজ্য সরকারের অর্থায়নে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রধান তিনটি স্কলারশিপের ব্যবস্থা রয়েছে।
১. গ্রেট স্কলারশিপ
২. চেভেনিং স্কলারশিপ ও
৩. কমনওয়েলথ স্কলারশিপ
এসআই/