নিউজিল্যান্ড সরকারের মানাকি বৃত্তির আবেদন চলছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় এ বৃত্তির অর্থায়ন করে। নির্বাচিত শিক্ষার্থীরা বৃত্তির আওতায় দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধা—
মানাকি বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
উপবৃত্তি হিসেবে শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে ৫৩১ নিউজিল্যান্ড ডলার পাবেন।
আবাসন, পাঠ্যপুস্তক বা অধ্যয়ন উপকরণ কিনতে ভাতা ৩০০০ নিউজিল্যান্ড ডলার।
স্বাস্থ্যবিমা ও ভ্রমণ ভাতা।
বিমানে নিজ দেশে যাতায়াতের খরচ।
যেসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা—
অকল্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লিংকন বিশ্ববিদ্যালয়, ম্যাসি বিশ্ববিদ্যালয়, অকল্যান্ড বিশ্ববিদ্যালয়, ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয়, ওটাগো বিশ্ববিদ্যালয়, ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়, ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, সাউদার্ন ইনস্টিটিউট অব টেকনোলজি, ইউনিটেক ইনস্টিটিউট অব টেকনোলজি।
আবেদনের যোগ্যতা
প্রার্থীদের বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে;
৪০ বছরের বেশি বয়স হলে আবেদনের প্রয়োজন নেই;
অবশ্যই প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
ইংরেজি ভাষার অভিজ্ঞতা সনদ দেখাতে হবে;
আইইএলটিএস স্কোর ৬.৫ হতে হবে।
আবেদনপদ্ধতি
অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদনের পদ্ধতি ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ দিন
২৮ ফেব্রুয়ারি ২০২৫
/ইএইচ