spot_img

টিউশন ফি ছাড়াই স্নাতক-স্নাতকোত্তর করুন পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক :

- বিজ্ঞাপন -

২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য মেরিট স্কলারশিপের আওতায় পোল্যান্ডের ভিসটুলা ইউনিভার্সিটি ও ভিসটুলা স্কুল অব হসপিটালিটি স্নাতক ও স্নাতকোত্তরে সম্পূর্ণ বিনামূল্যে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। ৭০ জন মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। আবেদন চলবে ১৯ জুলাই ২০২৪ পর্যন্ত।

ভিসটুলা ইউনিভার্সিটি ও ভিসটুলা স্কুল অব হসপিটালিটি পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে অবস্থিত। এটি দেশটির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ব্যবসা শাখায় উচ্চতর গবেষণায় কাজ করে প্রতিষ্ঠানটি।

সুযোগ-সুবিধা:

*সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ।

*আবাসন সুবিধা।

*স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা।

 *যেকোন ডিসিপ্লিনে পড়ার সুযোগ।

*একাডেমিক ভালো ফলাফলের উপর রয়েছে অন্যান্য উপবৃত্তি।

যোগ্যতা:

*পোল্যান্ডের শিক্ষার্থীরা এ বৃত্তির যোগ্য নন।

*আবেদনকারীর একাডেমিকে ৯০ শতাংশ নম্বর থাকতে হবে।

*ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদান করতে হবে।

*আইইএলটিএসে ব্রান্ড স্কোর ৬ থাকতে হবে।

*সহশিক্ষা কার্যক্রমে ‍যুক্ত থাকতে হবে।

*ভর্তির সকল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

আবেদনে প্রয়োজনীয় ডকুমেন্ট:

*আবেদনকারীর সিভি।

*আবেদনকারীর পাসপোর্ট।

*রেফারেন্স লেটার।

*একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

*স্টেটমেন্ট অব পারপাজ।

*রিসার্চ প্রপোজাল।

বিস্তারিত জানতে এখানে- ক্লিক করুন

আবেদনের জন্য এখানে- ক্লিক করুন

ইএইচ /

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img