বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আওতাধীন বাংলাদেশ-সুইডেন ট্রাস্ট ফান্ড এক পথের ভ্রমণ খরচের জন্য বাইরের দেশগুলোতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মঞ্জুরি প্রদান করবে। এক্ষেত্রে যারা ২০২৩ সালের ১লা এপ্রিল থেকে এ বছরের ৩০শে জুনের মধ্যে পূর্ণ বা আংশিক স্কলারশিপের মাধ্যমে বিদেশে গিয়েছেন, শুধুমাত্র তারাই এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন কার্যক্রম শুরু হবে আগামী ১ জুলাই বাংলাদেশ সময় সকাল ৯টা থেকে।
শর্তাবলী:
এ ট্রাস্ট ফান্ডের আওতায় ইতোপূর্বে স্কলারশিপ না পেলে। বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদনকারী দেশি বা বিদেশি অন্য কোনো উৎস থেকে ভ্রমণ মঞ্জুরি/ এয়ার টিকেট না পেলে।
আবেদনের নিয়মাবলী:
আবেদনের পূর্বে জরুরী কাগজপত্র প্রস্তুত করতে হবে। তারপর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ওয়েবসাইট http://bstf.erd.gov.bd থেকে রেজিস্ট্রেশন করে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: আগামী ৩১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট।
বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে- ক্লিক করুন
ইএইচ/
মন্তব্য করুন