নিজস্ব প্রতিবেদক: ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে টঙ্গীতে আর-রাইয়্যান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী সংলগ্ন পাঞ্জুখান সড়কের পাশে জেদ্দা কটেজে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যানইসলামি চিন্তাবিদ মাওলানা রেদওয়ানুল্লাহ রাইয়্যান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার ইংরেজি প্রভাষক ইসহাক আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী এডভোকেট রোকনুজ্জানসহ ইসলামিক অঙ্গনের অন্যান্য শিল্পীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মারুফ বিল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ইসহাক আলী বলেন, আর-রাইয়্যান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মাওলানা রেদওয়ান উল্লাহ রাইয়্যান বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলারস। তার সুদৃঢ় নেতৃত্বের মাধ্যমে এখান থেকেই বড় বড় ইসলামিক স্কলারস তৈরি হবে দ্বীনের খেদমতে। আর-রাইয়্যান ইন্টারন্যাশনাল মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য এবং যে কাঠামোতে পাঠদান পরিচালিত হবে তা অত্যন্ত সুন্দর এবং সৃজনশীল প্রক্রিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন রেনেসাঁ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি সোলাইমান হোসেন, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের(টাকসু) সাবেক ভিপি আব্দুল্লাহ আল মিনহাজ, ব্যবসায়ী কাজী মিরাজ হোসাইন।
সভাপতির বক্তব্যে মাওলানা রেদওয়ান উল্লাহ রাইয়্যান বলেন, একজন শিক্ষার্থীকে বিশ্বমানের ইসলামিক স্কলারস হিসেবে গড়ে তুলতে ছোটবেলা থেকে হিফয, নুরানি, আরবী, ইংরেজি, বাংলা সহ সকল বিষয়ে পারদর্শী হিসেবে গড়ে তুলার চেষ্টা প্রচেষ্টা চলমান থাকবে আর রাইয়্যান ইন্টারন্যাশনাল মাদ্রাসায়।
তিনি আরো বলেন, আমরা পড়াশোনার পাশাপাশি নীতি নৈতিকতাসহ কালচারাল বিষয়ে সমানভাবে গুরুত্ব দিবো।
এসআই/