spot_img

এনআইডির নামের মিল নেই এমপিও সিস্টেমের সঙ্গে ৭৮ হাজার শিক্ষক-কর্মচারীর

এসম্পর্কিত আরো পড়ুন

সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ইলেক্ট্রকিন ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এজন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেলে থাকা এমপিও সিস্টেমের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এমপিও সিস্টেমে থাকা নামের সঙ্গে এনআইডিতে থাকা নামের মিল নেই ৭৮ হাজার শিক্ষক-কর্মচারীর।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ইএমআইএস সেল এবং আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ভ্যালিডেশন রিপোর্টের তথ্য বিশ্লেষণে এমন চিত্র দেখা গেছে।

- বিজ্ঞাপন -

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বেসরকারি স্কুল-কলেজের ৩ লাখ ৬৩ হাজার ৬৯২ জন সঠিক এনাইডি জমা দিয়েছেন। সঠিক ব্যাংক হিসাব দিয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ৯২০। তাদের মধ্যে আবার এনাইডির নম্বর সঠিক নয় অথবা নম্বর ও জন্ম তারিখে মিল নেই ৫ হাজার ৭৭২ জনের। ব্যাংক হিসাবের তথ্য ভুল অথবা নিষ্ক্রিয় ১৩ হাজার ৩৩৯ জনের। এমপিও সিস্টেমের নামের সাথে এনাইডি নামের মিল নেই ৭৮ হাজার ১৯১ জনের। এমপিও সিস্টেমের নামের সঙ্গে ব্যাংক হিসাবের নামের মিল নেই ৯৩ হাজার ১১৬ জন শিক্ষক-কর্মচারীর।+

জানা গেছে, বেসরকারি স্কুল-কলেজের প্রায় চার লাখ শিক্ষক-কর্মচারীর বেতন ইএফটির মাধ্যমে দেওয়ার কথা। বেতন পেতে তথ্য জমা দিয়েছেন ৩ লাখ ৭১ হাজার ২৫৯ জন। যাদের তথ্য জমা পড়েছে তাদের মধ্যে তিন ধাপে তিন লাখ ৪০ হাজার শিক্ষক-কর্মচারী ইএফটিতে বেতনের মেসেজ পেয়েছেন। ব্যাংক থেকে বেতন তুলতে পেরেছেন এক লাখ ৮৯ হাজার জন। সে হিসেবে এখনো এক লাখ ৫১ হাজার শিক্ষক-কর্মচারী ব্যাংক থেকে টাকা উত্তোলণ করতে পারেননি।

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

ব্যাংকগুলো মাধ্যমে বেতন-ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদনসহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের ১০ তারিখের পরও আগের মাসের বেতন-ভাতা জোটে।

এ পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবরের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।

দ্বিতীয় ধাপে আরও ৬৭ হাজার শিক্ষক-কর্মচারীকে বেতনের মেসেজ পাঠানো হয়েছে। এবার তৃতীয় ধাপে ৮৪ হাজার শিক্ষক-কর্মচারীকে বেতনের মেসেজ পাঠানো হচ্ছে।

এএকে/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img