spot_img

বিয়ের আগে যে টেস্টগুলো করিয়ে নেয়া ভালো

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: এমন কিছু রোগ আছে যা আগে থেকে বোঝা যায় না। সেই রোগ চলে আসে উত্তরসূরীর দেহেও। তা সারা জীবন বইতে হয় সন্তানদের। কিন্তু সামান্য কিছু পরীক্ষা করলেই তা প্রতিরোধ করা যায়। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে তাই বিয়ের ওই পরীক্ষাগুলি করিয়ে নেওয়ার পরামর্শ দিলেন চিকিৎসক তাসনিম জারা।

তিনি জানান, এমন কিছু রোগ আছে যা বাইরে থেকে বোঝা যায় না। একমাত্র সামান্য কিছু পরীক্ষা করলেই তা ধরা পড়ে। কিন্তু সেই পরীক্ষা করতে দেরি হয়ে গেলে তার খেসারত দিতে হয় তাঁদের সন্তানদের। তাই বিয়ের আগেই , স্বামী এবং স্ত্রী দুজনকেই ওই পরীক্ষাগুলি করানোর পরামর্শ দেন তিনি।

- বিজ্ঞাপন -

তাসনিম জারার মতে, বিয়ে করার আগেই কারোর থ্যালাসেমিয়া, হেপাটাইসিস-বি, হেপাটাইটিস-সি জাতীয় রোগ আছে কী না তা পরীক্ষা করে নেওয়া খুবই জরুরি। সেইসঙ্গে HIV test এবং যৌনরোগ আছে কী না তাও পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তসনিম জারা বলেন, “ এই পরীক্ষা করতে এক থেকে দেড় হাজার টাকা খরচ হয়। অনেকের কাছে তা বেশি বলে মনে হতে পারে। কিন্তু সন্তানের কথা চিন্তা করে এই পরীক্ষা করলে এই খরচ এমন কিছু বেশি নয়। তাই বিয়ের আগেই এই পরীক্ষাগুলি করিয়ে নিলে সন্তানদের এই রোগ থেকে প্রতিরোধ করা যাবে।”

তাঁর মতে প্রথমেই ‘থ্যালাসেমিয়া’ পরীক্ষা করানো দরকার। স্বামী বা স্ত্রী কেউ ‘নেভেটিভ’ হলে তাঁর সন্তানরা থ্যালাসেমিয়া ক্যারিয়ার হতে পারে। তাহলে তাঁদের সন্তানকে সারাজীবন এই রোগ বয়ে বেড়াতে হবে। এতে দেখা দেয় রক্তশূন্যতা । যারা থ্যালাসেমিয়া আক্রান্ত তাঁদের নিয়মিত রক্ত নিতে হয়। তসনিম বলেন, “ বিয়ের আগে তাই স্বামী এবং স্ত্রী দুজনেরই Hb Electrophoresis পরীক্ষা করা উচিত।

কারণ বাইরে থেকে বোঝা যায় না কেউ থ্যালাসেমিয়া আক্রান্ত কী না। যদি তাঁদের কেউ আক্রান্ত হন তাহলে সন্তানদের মধ্যেও তা হওয়ার সম্ভাবনা থাকে।” সেই সঙ্গে হেপাটাইসিস বি এবং সি পরীক্ষা করানোর কথাও বলেন তিনি। এই রোগ আক্রমণ করে লিভারকে, তা থেকে ক্যান্সার হতে পারে। তাই বিয়ের আগে HBS Ag Anti-HBC করানোর পরামর্শ দিয়েছেন তিনি। কেউ যাতে অসুরক্ষিত সহবাস না করেন এবং সিলিফিস, গনোরিয়া জাতীয় পরীক্ষাও বিয়ের আগেই করার কথাও বলেন তাসনিম জারা। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে তাই বিয়ের ওই পরীক্ষাগুলি করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক তাসনিম জারা ।

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img