রাবি প্রতিনিধি:
প্রতিবিপ্লব ঠেকাতে ‘রেজিস্ট্যান্স উইক’ এর অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ কর্মসূচি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদ। এতে নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় ১৫ আগস্ট শিক্ষার্থীদের সজাগ থাকার আহবান জানান সমন্বয়করা।
বুধবার (১৪ আগস্ট) নগরীর তালাইমারি মোড় এলাকায় বিকেল ৪টায় এ কর্মসূচি করেন তারা। এসময় শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবি জানান সমন্বয়করা।
এসময় ‘টুঙ্গিপাড়ার গোলাপি, আর কত কাল জ্বালাবি’, ‘তোমার আমার জান নিতে, খুনি এখন দিল্লিতে’, ‘বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘ভারতের দালালরা, হুশিয়ার সাবধান’,’হৈহৈ রৈরৈ শেখ হাসিনা গেলি কই’, ‘জালোরে জালো, আগুন জালো’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই’,’খেলা খেলা হবে, রাজপথে খেলা হবে’ এমনসব স্লোগান দিতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এদিকে, চলমান আন্দোলনে রাজশাহীতে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে রাত সাড়ে ৭টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করেন শিক্ষার্থীরা।
আন্দোলনে অংশ নিয়ে রাশেদ রাজন বলেন, ১৫ আগস্ট কে কেন্দ্র করে বাংলাদেশে যে নাটক সাজানো হচ্ছে তার বিরুদ্ধে কেন্দ্র ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি। আমরা ছাত্রসহ সকল জনসাধারণকে এ আন্দোলনের সাথে যুক্ত করছি, কারণ ছাত্রলীগ- যুবলীগের বিশাল একটা অংশ ব্যাপক অস্ত্র-সস্ত্রসহ এখনো দেশে রয়ে গেছে। তারা যেকোনো সময় হামলা চালাতে পারে বলে আমরা গোপন তথ্যে জানতে পেরেছি। সেজন্য আমরা সবাইকে সে ব্যাপারে সতর্ক করছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজীব বলেন, ১৫ই আগস্ট কে কেন্দ্র করে আওয়ামী লীগ এদেশে যে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে তা জনগণ বুঝে গেছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিদেশের মাটিতে বসে থেকেও বাংলাদেশকে নিয়ে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। আমরা সবাই সতর্ক থেকে সকল প্রকার নৈরাজ্যকে রুখে দিব। আগামীকাল ১৫ আগস্ট সকল শিক্ষার্থীকে সজাগ থাকার আহবান জানান এ সমন্বয়ক।
এসময় বিক্ষোভ মিছিলে প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
/ইএইচ
মন্তব্য করুন