এডুকেশন টাইমস ডেস্ক: আগামীকাল রবিবার (১৮ আগস্ট) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শ্রেণি কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ১৫ আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।
এতে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর নির্দেশনার পরিপ্রেক্ষিতে আগামী ১৮ আগস্ট (রবিবার) হতে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পরদিন ৬ আগস্ট সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল ৭ আগস্ট থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। এরপর ঢাকাসহ সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হয়। তবে শিক্ষক-কর্মচারীরা এলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুব কম। পরে শিক্ষাপ্রতিষ্ঠান কেউ খোলা রাখছে আবার কেউ বন্ধ রাখছে। এমন পরিস্থিতিতে রবিবার থেকে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এসএস/
মন্তব্য করুন