জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহায়তায় দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মোতাহার হোসেন।
সোমবার (২৬ আগস্ট) মুঠোফোনে শিক্ষক সমিতির সভাপতি মো. মোতাহার হোসেন এ তথ্য জানান। এর আগে রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি মো. মোতাহার হোসেন বলেন, দেশের প্রায় ১০ থেকে ১২টি জেলা বন্যায় ভেসে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের এই ক্রান্তি লগ্নে আমরা আমাদের বেতনের একদিনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহায়তা হিসেবে দেব। আমরা আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা ‘বন্যার্তদের পাশে জাহাঙ্গীরনগর’ এ ব্যানারে স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের মাধ্যমে বন্যার্তদের কাছে পৌঁছে দিব।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্বিবদ্যালয়সহ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তাদের বেতনের একদিনের সমপরিমাণ অর্থ বন্যাকবলিত এলাকার জনগণের সহায়তায় দেন।
এসআই/
মন্তব্য করুন