চুয়েট প্রতিনিধি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েটে) হত্যার প্রতিবাদে যদি মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার) দুপুর ১ টার সময় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর হতে এই মিছিল শুরু হয়।
সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ১৩ বছর বয়সী বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহত হওয়ার কয়েক দিনের মধ্যেই আবার গত ৯ সেপ্টেম্বর ভারতীয় বর্বরতার শিকার হলেন আরেক কিশোর শ্রী জয়ন্ত। পরপর এই দুই ঘটনায় ক্ষোভে ফুসছে পুরো দেশবাসী। বিএসএফের একের পর এক বর্বরতার বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদী মিছিল করেছে জনগন। এরই ধারাবাহিকতায় চুয়েটে এই মিছিল করা হয়।
এসময় শিক্ষার্থীরা “রক্ত নিবি রক্ত চাস, আমরা সবাই স্বর্ণা দাস”, “আমার দেশ আমার মাটি, হবে না দিল্লির ঘাঁটি ” সহ এমন আরো অনেক ভারতবিরোধী স্লোগান দেন।
এবিষয়ে মিছিলে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ বেলায় হোসেন রিফাত বলেন, প্রায় প্রতিবছরই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দ্বারা সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এর তথ্য মতে শুধু ২০২৩ সালেই ৩১ জন বাংলাদেশিকে হত্যা করা হয় বিএসএফ বাহিনী কর্তৃক। সম্প্রতি কাছাকাছি সময়ের মধ্যে স্বর্ণাদাস ও জয়ন্ত কুমার সিংহ নামের একটি কিশোরকে হত্যা করে বিএসএফ বাহিনী।
তিনি আরোও বলেন এভাবে দিনের পর দিন, বছরের পর বছর ধরে ভারতীয় বিএসএফ বাহিনী ঠান্ডা মাথায় বাংলাদেশের সীমান্তে গণহত্যা চালিয়ে আসছে। তাই আধিপত্যবাদী ভারতের এই শীতল গণহত্যার প্রতিবাদস্বরূপ এবং বাংলাদেশের সার্বভৌমত্বে ভারতের নগ্ন হস্তক্ষেপ এর বিরুদ্ধে আমাদের এই মিছিলের আয়োজন করা হয়।
এসএস/
মন্তব্য করুন