জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দুইটার সময় আচার্য (রাষ্ট্রপতি) কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে, বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর (১০) ধারা অনুযায়ী অধ্যাপক জাহাঙ্গীর আলমকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়। এছাড়াও বিজ্ঞপ্তিতে আরো বলা হয়-
১. ভাইস -চান্সেলর হিসেবে তার নিয়োগের যোগদানের তারিখ হতে আগামী চার বছরের জন্য তাকে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
২.উপযুক্ত পদে তিনি তার বর্তমান বেতনের সমপরিমাণ বেতন ভাতা দিয়ে পাবেন।
৩. তিনি বিধি অনুযায়ী অন্যান্য পদ সংশ্লিষ্ট সুযোগ সুবিধা দিয়ে ভোগ করবেন।
৪.তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে সার্ক্ষণিক বিশ্ববিদ্যালয়েরক্যাম্পাসে অবস্থান করবেন।
৫.মহামান্য রাষ্ট্রপতি ও চান্সেলার প্রয়েজনে যে কোন সময়ে এ নিয়োগ বাতিল ঘোষণা করতে পারবেন।
এসআই/
মন্তব্য করুন