রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখ্শ হলের পানির ট্যাংকের নিচে কাপড়ে জড়ানো বস্তাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর ১টার দিকে পুলিশ ও হল প্রশাসনের সহযোগিতায় যৌথভাবে সেগুলো উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হল প্রশাসন জানান, আজ সকাল ১০টার দিকে হলের পরিচ্ছন্নতা কর্মী কাজ করার সময় ডাইনিংয়ের ছাদে পানির ট্যাংকের নিচে বস্তাসহ ক্রিকেট খেলার প্যাড বিছানার চাদর দেখতে পান। পরে সেগুলো বস্তা থেকে খুলে পাঁচটি দেশীয় অস্ত্র পান।
এ বিষয়ে মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ্ হোসাইন আহমদ মেহ্দী বলেন, সকালে অস্ত্রের বিষয়ে জানতে পেরে মতিহার থানা পুলিশকে জানাই। তারা হল থেকে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান। কে বা কারা সেখানে অস্ত্র রেখে গেছেন আমরা তা সনাক্ত করার চেষ্টা চালাচ্ছি এবং আইনানুগ ব্যবস্থা নেব।
তিনি আরো বলেন, হলে কোনো অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকসেবী, সিট ব্যবসায়ী থাকতে পারনে না। হলে আবাসিকতার বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। শুধু মেধাবী আবাসিক ছাত্ররাই হলে থাকতে পারবেন বলে জানান তিনি।
এসএস/
মন্তব্য করুন