জাককানইবি প্রতিনিধি: রমজানের শিক্ষায় নিজেদের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ববোধ ও সর্বস্তরে ইসলামি সংস্কৃতি ছড়িয়ে দিতে গণ-ইফতারের আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ গণ-ইফতারের আয়োজন করা হয়। এবারেই প্রথম গণ-ইফতারের আয়োজন করা হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা।
আসরের নামাজের পর থেকেই শিক্ষার্থীরা একে একে গণ- ইফতারে আসতে থাকে। এরপর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মাঠে পরিপূর্ণ হতে উঠলে কুরআন তিলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর শুরু হয় ইসলামি গজল ও হামদ-নাত পরিবেশন।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করে গণ-ইফতারে। এছাড়াও ইফতারে অংশগ্রহণ করে অনেক পথচারী ও রিক্সা-ভ্যান চালকরাও।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আয়োজকদের একজন আতোয়ার রহমান বলেন, রমজানের মাহাত্ম্য নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব তুলে ধরতে ও ইসলামে সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে আমাদের এ ইফতার কর্মসূচি।
অন্য এক আয়োজক বিলয় মাহমুদ রুবেল বলেন, অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মত আমাদের বিশ্ববিদ্যালয়েও গণ-ইফতারের প্রথম আয়োজন এটি। আমরা মনে করি এরকম আয়োজন প্রত্যেক বছর হওয়া প্রয়োজন।
এসআই/
মন্তব্য করুন