শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কয়েকজন নিরপরাধ শিক্ষার্থীকে মিথ্যা মামলায় আসামি করায় এর প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন,”গত পরশু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলার আসামি করে হয়রানি করা হচ্ছে। আমাদের দাবি হচ্ছে অতিসত্বর যেন এ মিথ্যা মামলা প্রত্যাহার করা হয় এবং নিরপরাধ শিক্ষার্থীদের এ মামলা থেকে মুক্তি দেওয়া হয়। আমাদের ২৪ এর বিপ্লবের স্পিরিট ছিল যে, যাতে কোন নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া না হয়, একইসাথে কোন অপরাধী ব্যক্তিকে যাতে ছাড় দেওয়া না হয়। পূর্বের ফ্যাসিবাদী সরকার ভিন্নমত পোষণ করলেই তাদেরকে হামলা-মামলা দিয়ে দমায় রাখতো। আজকে আপনি কোন একটা ঘটনার প্রেক্ষিতে মামলার করলে, এ মামলায় যারা প্রকৃতপক্ষে অপরাধী, তাদেরকে আপনি আসামি করতে পারেন। কিন্তু ওই মামলায় যারা পূর্বে ছাত্রলীগ করতো বা অন্য কোন কারণে আপনি তাদেরকে আসামি করে দিবেন, এটাও তো কোনোভাবে যৌক্তিক না।
শিক্ষার্থীরা আরও বলেন, এ মিথ্যা মামলা কারা করছে, কোন উদ্দেশ্যে করছে, তাদেরকে চিহ্নিত করে জনসম্মুখে প্রকাশ করতে হবে। কোন দল বা গোষ্ঠী এ মামলা করছে তাদেরকে জনসম্মুখে আনতে হবে। এতে বুঝা যাবে আসলে কারা শিক্ষার্থীদের মাঝে বিভেদ সৃষ্টি করতে চায়, সাস্টিয়ানদের সম্প্রীতি নষ্ট করতে চায়। এজন্য আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতা কামনা করেন শিক্ষার্থীরা।
এসময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী অন্তিক চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহবুবুল ইসলাম পবন, সিইপি বিভাগের কিরণ হাওলাদার, গণিত বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন ও সাব্বির রহমান প্রমুখ।
এসএস/
মন্তব্য করুন