রাবি প্রতিনিধি: ২৪-এর জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘৩৬ জুলাই স্মৃতি উদ্যান’ নামে একটি উদ্যান উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন ‘সেইভ আওয়ার সোসাইটি’র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পেছনে ২০টি ফলজ বৃক্ষ রোপণের মধ্য দিয়ে উদ্যানটির উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক বলেন, এই কর্মসূচিকে আমি সাধুবাদ জানাই। আসলে পৃথিবীটা যখন বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে তখন স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আমাদের এই প্রশাসনের একটা কর্মসূচি থাকবে সেটা হলো যতজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তারা যেন একটা করে গাছ লাগায় এবং পরিচর্যা করে। এতে করে সে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার ২০ বছর পরে এসে যেন দেখতে পায় তার লাগানো গাছটি রয়েছে। আর আজকের এই কর্মসূচিতে সম্পৃক্ত হতে পেরে আমি আনন্দ অনুভব করছি।’
এ সময় সেইভ আওয়ার সোসাইটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, আমাদের মূল কাজ হচ্ছে সমাজে এখন যে অবক্ষয়গুলো আছে এ সম্পর্কে সাধারণ ছেলে-মেয়েদের সচেতন করা এবং তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। জুলাইয়ের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, তাদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে আমাদের আজকের এই বৃক্ষরোপণ কর্মকাণ্ড। যারা এই গাছগুলোর ছায়ায় বসবে, ফল খাবে, তারা যেন শহীদের জন্য দোয়া করে। এ বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অনুমতি চেয়েছি। প্রশাসন আমাদেরকে অনুমতি দিয়েছে এবং ভবিষ্যতে এরকম সামাজিক কাজের জন্য উপাচার্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন।
স্মৃতি উদ্যানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। উদ্বোধন করে তিনি এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। পাশাপাশি উদ্যানে শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানোর জন্য আহ্বান জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শেখ সাদ আহমেদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক আখতার হোসেন মজুমদারসহ সেইভ আওয়ার সোসাইটি সংগঠনের সদস্যরা।
এসএস/
মন্তব্য করুন