কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী সংগঠন আর্ট এন্ড হেরিটেজ সোসাইটির উদ্যোগে এপিএল ( আর্কিওলজি প্রিমিয়ার লিগ) ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় নিলাম প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) কলা ভবনে প্রোগ্রামটি শুরু হয়। প্রোগ্রামে নিলামের পাশাপাশি জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়।
উক্ত প্রোগ্রামে চারটি দল অংশগ্রহণ করেন।
দলগুলো হলো – মাইটি মউর্যান্স , গুপ্তাব গ্লাদিয়াতরস’, পালা পাল্বান্স, ডেভা ড্যনামিতেস’!. বিভাগের চার জন শিক্ষক চারটি দলের ম্যানেজার হিসেবে ছিলেন।
‘মাইটি মউর্যান্স’ দলের ম্যানেজার প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক জনাব শহীদুল ইসলাম চৌধুরী এবং ক্যাপ্টেন প্রত্নতত্ত্ব ১২তম ব্যাচের শিক্ষার্থী জিয়াউল হক উজ্জ্বল। ‘গুপ্তা গ্লাদিয়াতরস’ দলের ম্যানেজার প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক রেজোয়ানা আফরীন রূম্পা এবং ক্যাপ্টেন প্রত্নতত্ত্ব বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ওয়াকিল আহমেদ। ‘পালা পাল্বান্স’দলের ম্যানেজার প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক জনাব শারমিন রেজোয়ানা এবং ক্যাপ্টেন প্রত্নতত্ত্ব বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী জিসান খান। ‘ডেভা ড্যনামিতেস’ দলের ম্যানেজার প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক জনাব মুতাসিম বিল্লাহ এবং ক্যাপ্টেন প্রত্নতত্ত্ব বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী ইকরাম হোসেন।
প্রোগ্রামে দলের ম্যানেজার এবং ক্যাপ্টেন মিলে নিলামের মাধ্যমে দল গঠন করেন।
আর্ট এণ্ড হেরিটেজ সোসাইটির ভিপি মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত বলেন, ‘প্রত্নতত্ত্ব বিভাগ একাডেমিক পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের অধিক যোগ্যতাসম্পন্ন করে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিজের প্রতি অত্যন্ত সজাগ দৃষ্টি রেখে থাকে।
তিনি আরো বলেন,গতবছর আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে প্রত্নতত্ত্ব বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মূলত চ্যাম্পিয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং শিক্ষক-শিক্ষার্থী, সিনিয়র-জুনিয়র আন্তসম্পর্ক দৃঢ় করতে আমরা এপিএল(আর্কিওলজি প্রিমিয়ার লিগ) ফুটবল লিগ আয়োজন করতে যাচ্ছি। ইতোমধ্যে আমরা নিলামের মাধ্যমে দলগঠন সম্পন্ন করেছি।’
/ইএইচ
মন্তব্য করুন