বেরোবি প্রতিনিধি: উপদেষ্টা নাহিদ ইসলামের সম্মাননা স্মারক প্রত্যাখ্যান করার ঘটনাকে শিশুসুলভ আচরণ বলে অভিহিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক শফিক আশরাফ।
শনিবার (১২ অক্টোবর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্টানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত ফ্যাসিস্ট সরকারের দোসর দুই শিক্ষককে অনুষ্ঠান মঞ্চে সম্মাননা দেওয়ায় শিক্ষার্থীদের আপত্তির মুখে সম্মাননা গ্রহণ করতে অস্বীকৃতি জানান উপদেষ্টা নাহিদ ইসলাম।
এরপরই নিজের ফেসবুক একাউন্টে সম্মাননা স্মারক প্রত্যাখ্যানের ঘটনাকে শিশুসুলভ আচরণ বলে অভিহিত করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক শফিক আশরাফ।
অধ্যাপক শফিক আশরাফ তার ফেসবুক স্টেটাসে লিখেছেন,
“ ব্যক্তি আর অনুষদের ডিন দুইটা আলাদা বিষয়। অনুষদের ডিনকে অসম্মান করা মানেই গোটা অনুষকে অসম্মানিত করা। আজকে কলা অনুষদকে মঞ্চে তুলে অসম্মানিত করা হয়েছে। একজন শিক্ষার্থীর বক্তব্য শুনে কোনোরূপ যাচাই-বাছাই ছাড়াই উপদেষ্টা নাহিদের সম্মাননা স্মারক প্রত্যাখান করা অত্যন্ত শিশুসুলভ কাজ হয়েছে।”
উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান উপদেষ্টা নাহিদ ইসলাম।
বক্তব্য শেষে কিছু শিক্ষার্থী দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ রায় ও কলা অনুষদের ডিন শফিক আশরাফকে সম্মাননা স্মারক দেওয়ার বিরোধিতা করেন। এরই প্রেক্ষিতে নিজের সম্মাননা স্মারক প্রত্যাখ্যান করেন নাহিদ ইসলাম।
এসএস/
মন্তব্য করুন