এডুকেশন টাইমস ডেস্ক: অর্থনীতিতে আর্থিক সংকট নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের তিন অর্থনীতিবিদ। সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল মেমোরিয়াল এই পুরস্কার ঘোষণা করেন।
পুরস্কার প্রাপ্ত তিন মার্কিনি হলেন- বেন বার্নান, ডগলাস ডায়মন্ড ও ফিলিপ ডিবভিগ। এই বছর ঘোষিত চূড়ান্ত পুরস্কারটি সাবেক ফেডারেল রিজার্ভ চেয়ার এবং অন্যদের ‘ব্যাংক এবং আর্থিক সংকটের উপর’ গবেষণার জন্য দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ডগলাস ডব্লিউ ডায়মন্ড হচ্ছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের একজন অর্থনীতিবিদ। ফিলিপ এইচ ডিবভিগ সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটির অর্থনীতিবিদ এবং বেন বার্নান এখন ওয়াশিংটনের ব্রুকিংস ইনস্টিটিউশনে আছেন।
এসএস/
মন্তব্য করুন