শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদের জন্য ১০ তলা বিশিষ্ট নতুন হল নির্মাণের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল ৩টায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী । অপরদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান এম জামাল এন্ড কোম্পানি লিমিটেড পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তিপত্র স্বাক্ষরকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কাজের গুণগতমান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন করার আহ্বান জানান।
১০০০ হাজার আসন বিশিষ্ট আবাসিক হলের নির্মাণ ব্যয় চুক্তিমূল্য ৮৮ কোটি ৯২ লাখ টাকা। আগামী ২৪ মাসের মধ্যে এ ভবন নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য চুক্তিতে উল্লেখ করা হয়েছে।
এসময় প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন,পরিবহণ প্রশাসক অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ জাকারিয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, মহাবিদ্যালয় পরিদর্শক মো. ইউনুস আলী, প্রধান প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) আহমদ মাহবুব ফেরদৌসসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসএস/
মন্তব্য করুন