চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সিট বরাদ্দের বিষয়ে শিক্ষার্থীদের অভিযোগ জমা দেয়ার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৫৪তম সভা (জরুরী সভা) এর সিদ্ধান্ত অনুযায়ী এ বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল/হোস্টেলে ইতিমধ্যে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। ৪ অক্টোবর প্রকাশিত সিটের ফলাফলের বিষয়ে কিছু শিক্ষার্থীর অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গোচরীভূত হয়েছে। বর্ণিত পরিপ্রেক্ষিতে এরূপ শিক্ষার্থীদেরকে আগামী ২৪ অক্টোবর অফিস চলাকালিন সময়ের মধ্যে
সকাল ৮:০০ টা-বিকাল ৩:৩০ টার মধ্যে পরিচালক, আইসিটি সেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর নিকট অভিযোগ/আবেদনপত্র জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অভিযোগ / আবেদনপত্র সুনির্দিষ্ট হতে হবে। অভিযোগ/আবেদনপত্র লিখিত আকারে হতে হবে এবং এ সম্পর্কিত প্রয়োজনীয় প্রমাণাদি স্ব স্ব শিক্ষার্থীকে সরবরাহ করতে হবে। এছাড়াও নির্ধারিত সময়ের পরে এ বিষয়ে কারো অভিযোগ/আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এসএস/
মন্তব্য করুন