এডুকেশন টাইমস
১৯ অক্টোবর ২০২৪, ৯:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাবিপ্রবির শিক্ষার্থী তাসনীম হত্যার বিচারের দাবিতে ঢাকায় মানববন্ধন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১৯ অক্টোবর) বিকেল চারটায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

নিহত তাসনিম জাহান আইরিনের বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ৯ অক্টোবর রাজধানীর আকাশ পরিবহনের ২ টি বাসের রেষারেষিতে চাপা পড়ে নিহত হয় বিশ্ববিদ্যালয়ের সাবেক এ শিক্ষার্থী। এ দুর্ঘটনায় তার বড় বোনও এখনো আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসারত আছেন বলে জানা যায়।

মানবন্ধনে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা বাংলাদেশের অন্যতম বড় সমস্যাগুলোর একটি। প্রতি বছরই সড়কে দুর্ঘটনার কারণে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে এবং অসংখ্য মানুষ আহত হয়। বাংলাদেশে সড়ক দুর্ঘটনার মৃত্যুহার অত্যন্ত উদ্বেগজনক, প্রতি বছর সড়কে ৭-৮ হাজার মানুষ মারা যাচ্ছে। এ থেকে উত্তরণ ঘটা অত্যন্ত জরুরি কিন্তু কার্যকর কোন অগ্রগতি আমরা দেখতে পাইনি। যা আমাদের দেশের জন্য অত্যন্ত শোকাবহ।

আমরা মনে করি, সময় এসেছে এই ভয়াবহ অবস্থার পরিবর্তন আনার। নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য বেশ কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা জরুরি, যা সড়ক দুর্ঘটনার সংখ্যা এবং মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়ক হবে।

এসময় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধনকারীরা ৮টি দাবি তুলে ধরেন। দাবিসমূহ হলো:-
১. আইনের কঠোর প্রয়োগ: সড়ক পরিবহণ আইনের সঠিক বাস্তবায়ন এবং কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। ট্র্যাফিক নিয়মের লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। বর্তমান সড়ক নিরাপত্তা আইন সংশোধন করে আরও কঠোর নিয়ম প্রয়োগ করতে হবে এবং দুর্নীতিগ্রস্ত বাস সিন্ডিকেট ও বাস মালিকদের আইনের আওতায় আনতে হবে।

২. ড্রাইভারের দক্ষতা ও প্রশিক্ষণ: লাইসেন্সপ্রাপ্ত চালকদের প্রশিক্ষণ ও দক্ষতা যাচাইয়ের সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। অনভিজ্ঞ চালকদের জন্য কঠোর নিয়মাবলি এবং পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

৩. জনসচেতনতা বৃদ্ধি: পথচারী, চালক এবং সাধারণ জনগণের মধ্যে ট্র্যাফিক নিয়মকানুন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা আবশ্যক। বিভিন্ন শিক্ষামূলক প্রচারণার মাধ্যমে সবাইকে নিরাপদ সড়ক ব্যবহারে উৎসাহিত করা প্রয়োজন।

৪. সড়ক অবকাঠামো উন্নয়ন: ঝুঁকিপূর্ণ সড়ক এবং মোড়গুলো চিহ্নিত করে সেগুলোর উন্নয়ন ও সংস্কার করা অত্যন্ত জরুরি। সড়কের নিরাপত্তা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত পরিবর্তন আনতে হবে। বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল রাস্তা তৈরি হয় কিন্তু কোয়ালিটিতে হয় সর্বনিম্ন। মানুষের ট্যাক্সের টাকায় তৈরি রাস্তা যেন সত্যিকারের অবকাঠামোগত উন্নয়ন হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

৫. নিয়মিত যানবাহন পরীক্ষা: যানবাহনের যান্ত্রিক ত্রুটি বা অব্যবস্থাপনা অনেক দুর্ঘটনার কারণ। সড়কে চলাচলকারী সব ধরনের যানবাহনের নিয়মিত পরীক্ষার মাধ্যমে সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৬. ঢাকার গণপরিবহন ব্যবস্থার পরিবর্তন করতে হবে। লক্কড়-ঝক্কড় মার্কা ফিটনেসবিহীন বাস রাস্তায় চলাচল করতে দেয়া যাবে না। একটি বাস কোম্পানির মাধ্যমে চলাচল করলে কেউ কাউকে অযাচিত ওভার টেইক করবে না কিংবা রেষারেষি হবে না এতে তাসনীমের মত আর কাউকে জীবন দিতে হবে না।

৭.আকাশ ও ভিক্টর ক্লাসিকের লাইসেন্স ও রোড পারমিট অবিলম্বে বাতিল করতে হবে এবং অসাধু মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

৮. নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য কঠোর ট্র্যাফিক আইন প্রয়োগের পাশাপাশি যথাযথ বাস স্টপ, স্পিড ব্রেকার, ট্র্যাফিক লাইট ও ফুটওভার ব্রিজ বাস্তবায়ন করতে হবে।
মানববন্ধনে শাবিপ্রবির অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিজনেস এডমিনিস্ট্রেশনের সভাপতি মাহফুজুল হক তালুকদার, সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম রাব্বি ও শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস

২০ হাজারের বেশি কর্মকর্তা নিয়োগ দিবে সরকার

আইইউটির তিন শিক্ষার্থীর মৃত্যু, পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

ছাত্রলীগ: মিছিল ৭ মিনিটের, আটক ৫

৩৭ বছর পর কমার্স কলেজে প্রকাশ্যে শিবির, আয়োজন করল নবীণবরণ

এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১ শতাংশ

ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা

এবতেদায়ি মাদ্রাসাকে লালন করতে না পারলে ইসলামি শিক্ষা অসম্ভব: ধর্ম বিষয়ক উপদেষ্টা

১০

ববিতে এখনও বদলায়নি শেখ হাসিনা ও তার পরিবারের নামে হল ও লাইব্রেরি

১১

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে

১২

বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কটে ৯ মাসে বন্ধ দুইশ কারখানা

১৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের নেতৃত্বে রায়হান-রাশেদুল

১৪

কোনো পুলিশ সদস্যকে অযথা ভিকটিমাইজ করা হবে না: আইজিপি

১৫

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

১৬

৮ মাসে হাফেজ হলেন ৮ বছরের ওমর

১৭

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালু, চলবে ৩ রুটে

১৮

পাবিপ্রবিতে জুলাই বিপ্লবের শহীদের নামে ফুটবল টুর্নামেন্ট

১৯

চিকিৎসা খাতে রাজনীতিকরণ রুখে দেয়ার আহ্বান উপদেষ্টা আসিফের

২০