নিউজ ডেস্ক
২১ অক্টোবর ২০২৪, ৮:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অদূর ভবিষ্যতে গার্মেন্টস সেক্টরকে ছাড়িয়ে যাবে বায়োটেকনোলজি সেক্টর- রাবি অধ্যাপক

রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু রেজা বলেন, আগামীতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান ক্ষেত্র হয়ে উঠবে বায়োটেকনোলজি সেক্টর এছাড়াও অদূর ভবিষ্যতেও গার্মেন্টস সেক্টরকে ছাড়িয়ে যেতে পারে এ সেক্টর।

সোমবার (২১ অক্টোবর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের ৪২০ নাম্বার রুমে বায়োটেকনোলজির ভবিষ্যৎ সম্ভাবনা ও বাংলাদেশের আগামীর অর্থনৈতিক সম্ভবনাময় ‘বদলে দেবো বাংলাদেশ শীর্ষক’ মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, গত ত্রিশ বছর যাবৎ আমাদের ন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োটেকনোলজি ইনস্টিটিউটে অপেশাদার লোক বসানোর ফলে এ সেক্টর থেকে দেশ ও জাতির প্রাপ্তি প্রায় শূন্য। এই প্রথম বায়োটেক পেশাজীবি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজির প্রফেসর ড. শাহেদুর রহমানকে ন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োটেকনোলজি (এনআইবি) এর নবনিযুক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা মহাপরিচালককে অভিনন্দন জানাচ্ছি এবং সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।

ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে স্বপ্নের যে নতুন বাংলাদেশ এসেছে সেখানে বর্তমান সরকার এরকম একটি চমৎকার, যুগোপযোগী এবং আশাজাগানিয়া পদক্ষেপ নিয়েছেন যা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী বাংলাদেশ গড়তে এবং নতুন শিল্প ক্ষেত্র তৈরী ও কর্মসংস্থান সৃষ্টিতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এনআইবি প্রতিষ্ঠার হবার পর থেকে প্রথম এই বিশেষ
গ্রাজুয়েট এবং বিশেষজ্ঞ মহাপরিচালক হিসাবে পদায়ন পেলেন। এই ইন্সটিটিউটটি হচ্ছে বায়োটেকনোলজির জন্য। দেশের উন্নয়নে বায়োটেক কিভাবে কাজে লাগানো যায়, বায়োটেক থেকে পাশ করা গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান, কর্মক্ষেত্র তৈরী, এই সেক্টরের বিভিন্ন সমস্যা এসব বিষয়গুলো দেখার জন্যই তো আসলে এই জাতীয় ইন্সটিটিউটের জন্ম, কিন্তু এর আগে কখনোই কোন বায়োটেকনোলজিষ্টকে এর দ্বায়িত্বভার দেয়া হয়নি। ফলে এই সেক্টরটি বরাবরই থেকেছে অবহেলিত, এর থেকে পাশ করা হাজার হাজার ছাত্রছাত্রী হয়েছে বৈষম্যের শিকার। কেবলমাত্র একজন বায়োটেকনোলজিষ্টই পারেন আন্তরিকতার সাথে এই সেক্টরের সমস্যাগুলো দেখতে, সমাধান ও উন্নয়ন করতে।

তিনি আরও বলেন, বাংলাদেশে প্রথম বায়োটেকনোলজি বিভাগ প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে পরের বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোলা হয় এ বিভাগ। বর্তমানে বাংলাদেশে ২০ টির ও বেশী পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত বিষয় হিসাবে চার (৪) বছরের অনার্স কোর্স পড়ানো হয়। কিন্তু প্রায় তিন দশক ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি পড়ানো হলেও দেশে উপর্যুক্ত কর্মসংস্থান নাই বললেই চলে, গড়ে উঠেনি তেমন শিল্প, তৈরী হয়নি বায়েটেক শিল্পবান্ধব কোন নীতিমালা, বিদেশী উদ্যোক্তাদের আকৃষ্ট করার কোন কর্মপরিকল্পনা। কিন্তু বিদেশে এর ব্যাপক চাহিদার কারনে দেশের এই মেধাবী পেশাজীবীরা পাড়ি জমায় বিদেশের পথে।

কারন দেশের অভ্যন্তরে বায়োটেকনোলজি থেকে পাশ করা শিক্ষার্থীরা বিভিন্নভাবে চাকুরিতে বৈষম্যের শিকার হলেন দীর্ঘকাল থেকে। তাদের অভিভাবক হিসাবে এনআইবি কোন দায়িত্ব পালন করেনি। অথচ এনআইবি হচ্ছে সেই জায়গা, যার ছাতার নীচে বায়োটেক, শিক্ষা, গবেষনা, শিল্প বিকশিত হবে, যার হাত ধরে বায়োটেক শিক্ষায় বিশেষায়িত হয়ে পাশ করা গ্র্যাজুয়েটদের এবং পেশাজীবীদের স্বার্থ সুরক্ষিত হবে।

সরকারের এ শিক্ষকের দাবি, এনআইবি এর মহাপরিচালক যেন বায়োটেকনোলজি থেকেই প্রতিবছর নিয়োগ দেওয়া হয়। কারণ বায়োটেকনোলজি পেশাজীবী থেকে আসলেই বায়োটেকনোলজির শিক্ষার্থীরা উপকৃত হবে সেইসাথে বায়োটেকনোলজি সংশ্লিষ্ট শিল্প বিকশিত হবে।

বৈষম্যমুক্ত বাংলাদেশের বায়েটেক সেক্টর ড. শাহেদের যোগ্য পরিকল্পনা এবং পরিচালনায় মূখ্য ভূমিকা রাখবে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান ক্ষেত্র হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি।

মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে বিভাগের অন্যান্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসির কথায় উজ্জীবিত হয়ে থানায় পিস্তল নিয়ে এলো চার শিশু

কুরআন দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ বেরোবি দাওয়াহ সোসাইটির 

যবিপ্রবিতে বৈদ্যুতিক গাড়ি নিয়ে রিসার্চ সেলের সেমিনার

২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি ৬৩ লাখ ডলার

নিয়োগ দিচ্ছে আকিজ বেকারস, থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা

বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের যৌথ আক্রমণ, সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর, পরীক্ষা স্থগিত

ইবিতে হাতেনাতে আটক দুই চোর, পুলিশে সোপর্দ

পুরো সোহরাওয়ার্দী কলেজ এখন ধ্বংসস্তূপ: অধ্যক্ষ কাকলি

ইবির বঙ্গবন্ধু হলের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন উপাচার্য 

অভিজ্ঞতা ছাড়াই ১৮,০০০ বেতনে চাকরি জেন্টল পার্কে, যোগ্যতা এইচএসসি পাশ

১০

খুলনা জেলা স্টেডিয়ামে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১১

আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই: নাহিদ ইসলাম

১২

২ দিনের আল্টিমেটাম শেষে জাবিতে রেজিস্ট্রার ভবনে তালা

১৩

ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

পবিপ্রবিতে র‍্যাগিংয়ের শিকার হয়ে ৩ শিক্ষার্থী অসুস্থ, অভিযুক্ত ৭ শিক্ষার্থীকে বহিষ্কার

১৫

যেভাবে দ্রুত ১৮ হাজার কর্মকর্তা নিয়োগ দিবে সরকার

১৬

কুবি রোভার স্কাউটস গ্রুপের তাঁবুবাস ও দীক্ষা সম্পন্ন

১৭

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস

১৮

২০ হাজারের বেশি কর্মকর্তা নিয়োগ দিবে সরকার

১৯

আইইউটির তিন শিক্ষার্থীর মৃত্যু, পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

২০