বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের পরিচালিত বন্যাদুর্গত অঞ্চলে বিনামূল্যে অসুস্থ প্রাণীর চিকিৎসা ও ভ্যাকসিন প্রদানের মেডিকেল ক্যাম্পেইনটি যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮ টায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেসের শিক্ষার্থী মাফরুহা রহমান ইশা এই ক্যাম্পেইনের প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন। অনুষ্ঠানে প্রায় ১০ জন শিক্ষক ও বহু শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মাফরুহা জান্নাত ইশা বাংলাদেশি বংশোদ্ভূত একজন শিক্ষার্থী, তিনি সাম্প্রতিক ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ রসায়নে প্রি মেড সম্পন্ন করে সেখানেই বাজেট ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তার বাবার নাম মো. মাহফুজুর রহমান, যিনি বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
ইশা জানান, এই ক্যাম্পেইনে বাংলাদেশ থেকে ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মানবিক এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং ভবিষ্যতে তাদের সাথে দীর্ঘমেয়াদি কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
ক্যাম্পেইনের অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, যুক্তরাষ্ট্রে আমাদের কার্যক্রম প্রদর্শিত হওয়ায় অত্যন্ত আনন্দিত এবং এই স্বীকৃতি তাদের কর্মস্পৃহাকে আরও দ্বিগুণ করবে। ভবিষ্যতে তারা অসহায় মানুষের সহায়তায় আরও বৃহৎ পরিসরে কাজ করতে চান।
উল্লেখ্য, এই ক্যাম্পেইনে আর্থিক সহায়তা প্রদান করেন মো. মাহফুজুর রহমান।
এসএস/
মন্তব্য করুন