এডুকেশন টাইমস
১৫ নভেম্বর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খেলার মাঠে হামলার ঘটনায় বিচার দাবি কুবির ফার্মেসি বিভাগের

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রীয় খেলার মাঠে লোকপ্রশাসন বিভাগ কর্তৃক ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের ওপর হওয়া ‘হামলার’ বিচারের দাবি জানিয়ে প্রক্টর বরাবর অভিযোগপত্র দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ও ছাত্র উপদেষ্টার মাধ্যমে প্রক্টর বরাবর অভিযোগ পত্রটি জমা দেওয়া হয়।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, ‘ফার্মেসি বিভাগের শিডিউল অনুযায়ী আজ খেলা থাকায় কেন্দ্রীয় ফুটবল মাঠের পাশে চর্চারত অবস্থায় ছিল। এ সময় লোকপ্রশাসন বনাম একাউন্টিং এন্ড ইনফরমেশন স্টাডিস বিভাগের খেলা চলছিল। এমতাবস্থায় একটি বল মাঠের বাহিরে এলে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত (১৭তম আবর্তন) বলটিকে মাঠে ফেরত দেয়। তখন লোকপ্রশাসন বিভাগের মাহফুজ (১৫ তম আবর্তন), মাহবুবুর রহমান শুভ (১৬ তম আবর্তন), মাহিনুল ইসলাম (১৭ তম আবর্তন), লিওন (১৭ তম আবর্তন) সহ বাকি খেলোয়াড় এবং উক্ত বিভাগের কিছু সংখ্যক শিক্ষার্থী তার ওপর তেড়ে আসে এবং মারতে উদ্ধত হয়। সেসময় ফার্মেসি বিভাগের কয়েকজন শিক্ষার্থী ইয়াসিনকে বাঁচাতে আসলে তাদের ওপরও খেলোয়াড়সহ শিক্ষার্থীরা চড়াও হয় এবং মর্মান্তিকভাবে আহত করে।

অভিযোগ পত্রে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে লোকপ্রশাসন বিভাগকে শাস্তির আওতায় এনে চলমান ফুটবল টুর্নামেন্ট ও আগামী এক আসর থেকে বাতিল এবং জড়িত শিক্ষার্থীদের ন্যূনতম ছয় মাসের বহিষ্কারের দাবি জানায় ফার্মেসি বিভাগ।

এছাড়া, উক্ত ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হন লোকপ্রশাসন বিভাগের মেহবাহুল তাহের (১৪ তম আবর্তন) এবং রাশেদুল ইসলাম শুভসহ (১৬ তম আবর্তন) কয়েকজন।

এবিষয়ে ফার্মেসি বিভাগের ছাত্র উপদেষ্টা মো: কামরুল হাসান বলেন, ‘ বিশ্ববিদ্যালয়ের এই খেলাধুলাগুলো আসলে শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি সৌহার্দ বৃদ্ধির জন্য আয়োজন করা হয়। তবে আজকের ঘটনাটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। মাঠের বাইরের একটা বল আমাদের বিভাগের একজন খেলোয়াড় মাঠে পাঠায় এবং এটায় আসলে করা হয়। খেলা চলাকালীন সময় বল মাঠের বাইরে আসলে সেটা আশেপাশে যারা থাকে মাঠে ফেরত দেয়। কিন্তু এটার কারণে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আমাদের খেলোয়াড়ের ওপর চড়াও হয়। এটা আসলে কাম্য নয়। যেহেতু এটা একটা শৃঙ্খলার বিষয় সুতরাং সেটা মাথায় রেখেই প্রক্টর বরাবর অভিযোগ পত্রটি দেওয়া হয়। এখন প্রক্টরিয়াল বডি এবং খেলা পরিচালনা কমিটি মিলে যেটা সিদ্ধান্ত নেয় সেটাই।’

ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘টুর্নামেন্ট চলাকালীন সময় এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন ঘটনা আসলে কাম্য না। যেহেতু প্রক্টর বরাবর অভিযোগ দেওয়া হয়েছে সুতরাং প্রক্টরিয়াল বডি এটা তদন্ত করে দেখে প্রক্টরিয়াল বডি এবং প্রশাসন যে সিদ্ধান্ত নিবে সেটাই হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে প্রক্টরিয়াল বডি আলোচনা করে যথোপযুক্ত ব্যবস্থা নিবে।’

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

১০

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

১১

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

১২

র‍্যাগিং প্রতিরোধে বেরোবিতে অভিযোগ বক্স স্থাপন

১৩

নতুন পাঠ্যবইয়ে স্থান পেয়েছে আবু সাঈদ ও মুগ্ধের আত্মত্যাগের গল্প

১৪

সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার ২৪ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ

১৫

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

১৬

সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তির আবেদন শুরু

১৭

১৪ বন্ধুকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগে থাই নারীর মৃত্যুদণ্ড

১৮

আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া, শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা: হাসনাত

১৯

সাত কলেজের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন নিদের্শনা ঢাবির

২০