কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত হবিগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন ‘হবিগঞ্জের বন্ধন’-এর নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি রিসোর্টে সংগঠনের সভাপতি আল আমিনের সভাপতিত্বে ও গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফরহাদ কাউসারের সঞ্চালনায়
এই নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জের বন্ধনের এই নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানের পাশাপাশি চড়ুইভাতির আয়োজনও করেছিল সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মিজানুর রহমান, ব্র্যাক কর্মকর্তা রুবেল আহমেদ, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ কলেজের শিক্ষক মুজতাহিদ উদ্দিন।
নবীনদের উদ্দেশ্য ড. মিজানুর রহমান বলেন, ‘ইক্বরা বিসমিকা রাব্বিকাল্লাযি খালাকা অর্থাৎ পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের প্রত্যেকের উচিত ধর্মীয় জ্ঞানার্জনের পাশাপাশি সকল ধরনের বই পড়া। মেধাকে শানিত করতে বই পড়ার বিকল্প কিছু নেই। এছাড়াও তিনি অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টের পরামর্শ দেন।
বন্ধনের সভাপতি আল আমিন নবীনদের উদেশ্য বলেন, তোমরা পড়াশোনা করার পাশাপাশি বিভিন্ন কালচারাল সংগঠনের সাথে সম্পৃক্ত হবা তাহলে তোমাদের মধ্যে কথা বলার, নেতৃত্নের কোয়ালিটি তৈরি হবে।
এছাড়া প্রবীণদের উদেশ্য বলেন সিনিয়র আপু এবং ভাই যারা আছেন আপনাদেরকে ফরমাল ভাবে বিদায় দিলেও আপনারা আমাদের হৃদয়ে থাকবেন।
এসআই/
মন্তব্য করুন