রাজিব রায়হান, জাবি প্রতিনিধি: লিজেন্ড কেয়ার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে কোচিং না করলেও প্রচারণামূলক পোস্টারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীর ছবি অনুমতি না নিয়েই ব্যবহার করার অভিযোগ উঠেছে। ওই ছাত্রী আইন ও বিচার বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী।
জানা যায়, ভুক্তভোগী নারী শিক্ষার্থী ঐ কোচিং সেন্টারের অফিসে যোগাযোগ করলে তারা তাকে জানান একটু মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আপনার ছবিটি আমাদের পোস্টারে চলে এসেছে। যেহেতু আপনি না চান আমরা আপনার ছবি আমরা আর ব্যবহার করব না। আর আপনি যদি রাখতে চান তাহলে আপনাকে সম্মাননা দেওয়া হবে। কোচিং সেন্টার থেকে ঐ শিক্ষার্থীকে বলা হয়েছে আপনি জাহাঙ্গীরনগরে ভর্তি হয়েছেন জানলে আগেই আপনার সাথে যোগাযোগ করা হতো। আর আগে যোগাযোগ করতে পারলে এমন মিস আন্ডারস্ট্যান্ডিং হতো না।
ভুক্তভোগী ঐ নারী শিক্ষার্থী বলেন, তারা কোনোভাবেও কাজটি ঠিক করেনি আমার অনুমতি ছাড়া আমার ছবি ব্যবহার করে। আমি হঠাৎ নিজেই আশ্চর্য হয়ে গেছি আমার ছবি লিজেন্ড কেয়ার কোচিংয়ের পোস্টারে। অথচ তাদের কোচিংয়ের সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আর এই নামে যে কোচিং সেন্টার আছে সেটাও আমি জানতাম না।
অভিযোগের বিষয়ে সত্যতা জানতে চাইলে লিজেন্ড কেয়ার কোচিংয়ের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করলে এডুকেশন টাইমসকে তারা জানায়, এতে আমাদের কোনো সমস্যা নেই আপনি রিপোর্ট করে দেন।
উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর লিজেন্ড কেয়ার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের নিজস্ব ফেসবুক পেইজ থেকে পোস্ট করা ৫ মিনিট ২২ সেকেন্ডর ভিডিওতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অংশীজন সম্পর্কে নানা অসঙ্গতিপূর্ণ তথ্য প্রচারের অভিযোগ ওঠে। ইতোপূর্বেও কোচিংয়ের প্রচারণা করতে গিয়ে নানা ধরণের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে লিজেন্ড কেয়ারের বিরুদ্ধে।
এসআই/
মন্তব্য করুন