এডুকেশন টাইমস ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী ৮৮ দশমিক ৪৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২২ সালের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় ৩১টি বিষয়ে ৮৮০টি কলেজের মোট ৪ লাখ ৪৩ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী ৩৩৯টি কেন্দ্রের মাধ্যমে অংশ নেন।
এসআই/
মন্তব্য করুন