এডুকেশন টাইমস ডেস্ক: সম্প্রতি জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। সেকেন্ডারি এডুকেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় ব্যানবেইস কর্তৃক বাস্তবায়নাধীন জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ম্যাপিং অব সেকেন্ডারি ইনস্টিটিউশন অ্যান্ড কমপ্লায়েন্স ভেরিফিকেশন সার্ভের জন্য অস্থায়ীভাবে ১ হাজার জন গণনাকারী নিয়োগ দেওয়া হবে। আগামী ১২ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: গণনাকারী
পদসংখ্যা: ১০০০
আবেদনের যোগ্যতা: স্নাতক পাস বা স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের শর্তসমূহ: আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদকারীর নিজস্ব স্মার্টফোন থাকতে হবে। কমপক্ষে ২০টি প্রতিষ্ঠানে কাজ করার মানসিকতা থাকতে হবে। আবেদনকারীকে নিজ জেলায় কাজ করতে হবে।
বেতন: প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান জরিপের জন্য স্কিমে অনুমোদিত হারে ন্যূনতম এক হাজার টাকা করে সম্মানী প্রদান করা হবে।
বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বছর।
কর্মস্থল: নিজ জেলা
আবেদনের সময়সীমা: আগামী ৫ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন এই লিংকে। আবেদন করা যাবে এখানে।
এসআই/
মন্তব্য করুন