এডুকেশন টাইমস
৪ এপ্রিল ২০২৪, ৪:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বুয়েটে ছাত্র রাজনীতি ইস্যুতে ছাত্রলীগের যুক্তির জবাব দিলেন সাবেক এক শিক্ষার্থী

আমি জাভেদ ইকবাল, বুয়েট মেকানিক্যাল ১৯৮৩ এইচএসসি ব্যাচ। বুয়েটের একজন প্রাক্তন ছাত্র হিসাবে আমি বুয়েটে সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে। বুয়েটের বর্তমান শিক্ষার্থীদের আন্দোলনের সাথে আমি একাত্মতা ঘোষণা করছি এবং তাদের সফলতা কামনা করছি।

কেন আমার ও আরও অনেকের ফেইসবুকে এই ঘোষণা? ছাত্রলীগ এখন এভাবে উঠে পড়ে লাগলো কেন? এই প্রশ্নের উত্তর নীচে। এই আন্দোলন যে অপকর্মের বিরুদ্ধে, সেটার সাথে পরোক্ষভাবে ২,৫০০ কোটি টাকার হালুয়া রুটির ভাগ জড়িত ।- ২০১৯ সালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ কে বুয়েট ছাত্রলীগের কিছু সদস্য পিটিয়ে খুন করে। তারপর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়।

* ২০২৪ এর মার্চ ২৭, বুধবার রাত একটার পর বুয়েটের মূল ফটক দিয়ে মোটরসাইকেল ও গাড়ি নিয়ে ক্যাম্পাসে ঢুকে ছাত্রলীগের অন্তত ৭০-৮০ জন নেতাকর্মী যাদের সাথে ছিল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, যেখানে রাত ১০ঃ৩০ এর পর ছাত্রদেরকেই ঢুকতে দেয়া হয় না। শোনা গিয়েছে তারা ক্যাফেটেরিয়ার সেমিনার কক্ষে খাওয়া-দাওয়া ও মিটিং করে।

* যেহেতু বুয়েটে সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ, তাই ছাত্রলীগের এই মিটিং বুয়েটের নিয়ম অনুযায়ী নিষিদ্ধ কাজ।

* ক্যাম্পাসে এই ‘বহিরাগতদের’ প্রবেশ ও রাজনৈতিক সমাগমের মূল সংগঠক পুরকৌশল বিভাগের ছাত্র ইমতিয়াজ হোসেন; যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তাই বুয়েট কর্তৃপক্ষ তার হলের সিট বাতিল করেছে।

* সাদ্দাম বলেছে, ‘বাংলাদেশের যেকোনো জায়গায় নাগরিক হিসেবে যাওয়ার অধিকার আমার হয়েছে। তাদের কাছে পারমিশন নিতে হবে? … বুয়েট কী পাকিস্তান যে ভিসা-পাসপোর্ট দিয়ে পারমিশন নিয়ে ঢুকতে হবে?’

* হ্যাঁ। সাদ্দাম চাইলেই মিলিটারি ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলোজি (MIST) বা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (BUP) এ যেতে পারবে না, যদিও ওই দুইটাও ইউনিভার্সিটি। বাংলাদেশে এমন শত শত স্থান আছে যেখানে নিজের ইচ্ছা মত যাওয়া যাবে না।

* এপ্রিল ১, সোমবার এক রুলে ছাত্র রাজনীতির সিদ্ধান্ত কেন অবৈধ হবে না- শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বুয়েটের ভিসি ও রেজিস্ট্রারকে কাছে তা জানতে চেয়েছেন হাই কোর্টের একটি ডিভিশন বেঞ্চ। বুয়েটের হল থেকে সম্প্রতি বের করে দেয়া শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বির করা এক রিট পিটিশনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেয় উচ্চ আদালত।

* সকালে পিটিশন করার পর রেকর্ড গতিতে দুপুরে এই আদেশ দেন বিচারকরা।

* বুয়েটকে এই রিট পিটিশনের শুনানিতে অংশ নেয়ার বা জবাব দেয়ার কোন সুযোগ দেয়া হয় নাই। বুয়েট তাহলে কী করতে পারে?
বুয়েট অ্যাপিল করতে পারে, এবং সেই অ্যাপিলের নিষ্পত্তি না হইয়া পর্যন্ত আগের রায় রহিত করার নির্দেশ চাইতে পারে।

দ্য ডেইলি স্টার: বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের যে আদেশ, সে বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই।

ভিসি অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার: আমার কাছে এখনো রায়ের কপি আসেনি, এলে তারপর মন্তব্য করতে পারব।

ডেইলি স্টার: হাইকোর্টের আদেশ শুনেছেন নিশ্চয়ই। তার ওপর ভিত্তি করে…

অধ্যাপক সত্য প্রসাদ: কোনো রিটের পরিপ্রেক্ষিতে আমাদের ওপর যদি কোনো আদেশ আসে, তাহলে আমাদের লিগ্যাল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করে সেই অনুযায়ী ব্যবস্থা নেব। সেখানে যদি আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের মতামত নিতে হয়, তাহলে সেটা নেওয়া হবে।

ছাত্রলীগ বুয়েটে কার্যক্রম শুরু করার ব্যাপারে কী যুক্তি দেখাচ্ছে?

ছাত্রলীগ ও তার সমর্থকরা বলছে, বুয়েট ক্যাম্পাসে শিবির ও হিজবুত এর মত সন্ত্রাসী সংগঠনের সদস্য আছে, এবং তাদেরকে প্রতিহত করার জয় ছাত্রলীগকে সক্রিয় হতে হবে।

* কথাটার প্রথম অংশ সত্যি, সেই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। বুয়েটে শিবির সমর্থক আছে। হিজবুত সমর্থক থাকতে পারে।

* ২০১৩ তে বুয়েট ছাত্র এক হিজবুত সমর্থক দীপ নামে এক ছাত্রলীগ কর্মীকে খুন করে।

* বাংলাদেশের কোনো আইনে ছাত্রলীগকে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব দেয়া হয় নাই।

* হিজবুতকে আটকাতে হলে শাহবাগ থানা ও লালবাগ থানা আছে, পুলিশ, এন এস আই ও মিলিটারি গোয়েন্দা বাহিনী আছে।

* বুয়েট বাদে আর যে সব ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি চলে, সেখানে কি ছাত্রলীগ ধর্মীয় উগ্রবাদী উত্থান থামাতে পেরেছে?

বুয়েটের ছাত্রছাত্রীরা কী করছে?
*তারা পরীক্ষা দিচ্ছে না। এমন কী ফার্স্ট সেকেন্ড হয়ে যারা বুয়েটের শিক্ষক হতো, বিদেশের ভালো ইউনিভার্সিটিতে পড়তে যেত, তারাও বুয়েটকে ছাত্ররাজনীতির রক্তাক্ত ইতিহাস ও ভবিষ্যৎ থেকে রক্ষা করার জন্য নিজের শিক্ষাকে ঝুঁকিতে ফেলছে। এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে, মৌলবাদী শক্তিকেও রুখে দিতে তারা ঐক্যবদ্ধ। এক খোলাচিঠিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে বুয়েট শিক্ষার্থীরা বলেছে, ‘ছাত্ররাজনীতি বন্ধ হওয়ার পর থেকে আজ অবধি প্রতিটি জাতীয় দিবস সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে বুয়েট প্রাঙ্গণে স্বতঃস্ফূর্তভাবে পালন করা হচ্ছে। আমরা নিজ নিজ অবস্থান থেকে দেশের জাতীয় মূল্যবোধ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা মনে-প্রাণে ধারণ করি।’

শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আমরা আপনাকে নির্দ্বিধায় বলতে চাই, আমরা সাধারণ শিক্ষার্থীরা যেকোনো মুহূর্তে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর যেকোনো কার্যকলাপ ক্যাম্পাসে দেখলে শিগগিরই তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেব এবং প্রশাসনকে অবহিত করব। এমনকি ভবিষ্যতে যদি ক্যাম্পাসে এ ধরনের কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে সেটার বিরুদ্ধেও আমাদের দৃঢ় অবস্থান থাকবে।’

আমার দৃঢ় বিশ্বাস, যে কোন ক্ষমতালোভীর চাইতে বুয়েটের এই সাধারন শিক্ষার্থীরা মৌলবাদীদের রুখতে বেশি সফল হবে।

জনগণের ট্যাক্সের টাকায় বুয়েট চলে। ছাত্রলীগকে কেন বুয়েটে ঢুকতে দেয়া হবে না?
* শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয় নাই, সব ছাত্র রাজনীতিকেই নিষিদ্ধ করা হয়েছে।

* ছাত্র রাজনীতি না থাকলে শিক্ষা বর্ষ দ্রুত শেষ হয়, আন্দোলনের নামে সময় নষ্ট হয় না বা কম হয়। অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকা কম নষ্ট হয়।

জনগণের টাকা নিয়ে যাদের এত মাথাব্যথা, তাদের জন্য কিছু তথ্য:

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ঢাবিতে ভর্তি হয়েছিল ২০১১-১২ শিক্ষাবর্ষে। প্রথম বর্ষে ফেল করেছিল ৩ বার। ৪র্থ বারের চেষ্টায় দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়। সেখানেও প্রথমবার উত্তীর্ণ হতে পারেনি। ২য় চেষ্টায় উত্তীর্ণ হয়। আবার ৩য় বর্ষেও প্রথমবার ফেল। অর্থাৎ বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ৭ বারের মাঝে সে ফেল করে ৫ বার। জনগণের এই টাকা নষ্ট করার জন্য তার কী কোনো বিচার হওয়া উচিত?

* বুয়েটের মত প্রতিষ্ঠান কীভাবে চলবে, তা কি এই আদু ভাইয়ের কাছ থেকে বুয়েটকে শিখতে হবে?

* ছাত্রলীগের ইতিহাস গর্ব করার মত। তাদেরকে কেন বুয়েটে রাজনীতি করতে দেয়া হবে না?

* শুধু ছাত্রলীগ না, কাউকেই বুয়েটে রাজনীতি করতে দেয়া হবে না।

* আবরার বা বিশ্বজিতকে খুন করা গর্বের বিষয় না। গত ২৫ বছরে গর্ব করার মত কী করেছে ছাত্রলীগ, জানিয়ে বাধিত করুন।

* রাজনীতি করা একটি মৌলিক অধিকার। ছাত্রলীগকে কেন বুয়েটে রাজনীতি করতে দেয়া হবে না?

* রাজনীতি করা একটি মৌলিক অধিকার, কিন্তু বুয়েটে রাজনীতি করা কারুর মৌলিক অধিকার না। যেমন সরকারি চাকরি করতে গেলেও রাজনীতি করার অধিকার থাকে না।

* যাদের রাজনীতি করার ইচ্ছা, তারা বুয়েটের বাইরে করুক, কেউ মানা করবে না।

* শিবিরও কিন্তু দাবি করতে পারে, বুয়েটে রাজনীতি করা তাদের মৌলিক অধিকার। তখন ছাত্রলীগ কী বলবে?

* বুয়েটের ভিসি ও অ্যাকেডেমিক কাউন্সিলের কী অধিকার আছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার?

* আছে। পার্লামেন্টে নতুন আইন বা আদালতের ফাইনাল আদেশ না হইয়া পর্যন্ত অবশ্যই আছে।

* THE ENGINEERING AND TECHNOLOGICAL UNIVERSITY ORDINANCE যেই অধ্যাদেশ অনুযায়ী বুয়েট পরিচালনা করা হয়, তার 5(j) অনুচ্ছেদ বলছে,
বুয়েটের এই ক্ষমতা থাকবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসস্থান ও শৃঙ্খলা তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করা, তাদের পাঠক্রমের বাইরের কার্যক্রম নিয়ন্ত্রণ করা, তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য ব্যবস্থা করা, এবং নিশ্চিত করা যে তারা যেভাবেই হোক, অবাঞ্ছিত ব্যক্তিদের সাথে মেলামেশা না করে, যারা বিশ্ববিদ্যালয়ের মতে, ছাত্র-ছাত্রীদের পাঠ্যক্রম বহির্ভূত বা পাঠ্যক্রমিক কার্যক্রমের অপব্যবহার বা ক্ষতি করতে পারে।

The University shall have the following powers, namely:
(j) to supervise and control the residence and discipline of the students of the University, to regulate their extra-curricular activities, to make arrangements for promoting their health, and to ensure that they do not, in anyway, associate with #undesirable #persons, who, in the opinion of the University, exploit or are likely to exploit any association of students, whether in respect of extra-curricular or in respect of curricular activities;
(পৃষ্ঠা ৪-৫, http://bdcode.gov.bd/…/2020-11-09-15-32-13-349_BUET_Ord…)

ঘটনা তাহলে কী? ছাত্রলীগ এখন এভাবে উঠে পড়ে লাগলো কেন?

* বুয়েটে পড়লেই যে সবাই সুবোধ বালক-বালিকা, এমন না।
* ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন, সেটা ছাত্রদল বা ছাত্রলীগ যেটাই হোক না কেন, সব সময়েই বুয়েট এলাকায় চাঁদাবাজি করেছে। চার পাঁচ বছরে এলাকার দোকান গুলোতে লক্ষ লক্ষ টাকা বাকি ফেরত না দেয়া তো আছেই, বুয়েট এলাকা দিয়ে চলা বাস ট্রাকের ওপর চাঁদাবাজিও উপার্জনের একটা মাধ্যম।

* নিরীহ ভালো ছাত্রদের থ্রেট দিয়ে (ছাত্রীদের কথা জানি না) অন্যের হয়ে অন্য বিশ্ববিদ্যালয়ে টাকার বিনিময়ে ভর্তি পরীক্ষা দেয়ানোর ব্যাবসা। এই প্রক্সি বিজনেস থেকে প্রতি ভর্তি পরীক্ষায় লক্ষ লক্ষ টাকা আসতো।

* বুয়েটের টেন্ডার নিয়ে বুয়েট ছাত্রদলের মুকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হল ছাত্রদলের টগর গ্রুপের বন্দুকযুদ্ধের মাঝখানে পড়ে নিহত হয় বুয়েটের কেমিকৌশল বিভাগের ১৯৯৯ ব্যাচের নিরীহ ছাত্রী সাবেকুন নাহার সনি। সেটা ছিল ২০০২ সালের ৮ জুন। টেন্ডারের পরিমাণ ছিল ২ কোটি টাকার কম।

* ২০২২ এ ১০০টি ল্যাবের আধুনিকরণে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প প্রস্তাব পাশ করেছিল বুয়েটের পরিচালনা কর্তৃপক্ষ (সিন্ডিকেট)। মন্ত্রণালয় সেটাতে সম্মতি দিয়েছে, এখন একনেক (Executive Committee of the National Economic Council (ECNEC), জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) এ এই প্রস্তাব ফাইনাল অনুমতির অপেক্ষায়। (https://www.tbsnews.net/…/education-ministry-pursue…)

* এই আড়াই হাজার কোটি টাকা ১০ বছরে খরচ হলেও বছরে ২৫০ কোটি টাকার কাজ হবে, যেটার ১০% ২৫ কোটি টাকা যা বুয়েট ক্যাম্পাসে ক্ষমতাসীন দলের নেতারা আশা করতেই পারে। সেটার সিংহভাগ ‘পিয় অভিবাবকদের’ দেয়ার পরও অনেক হালুয়া রুটি থাকবে… বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি এই হালুয়া রুটির লোভেই বুয়েট ক্যাম্পাসে এই পিপড়াদের আগমন।

ফেইসবুকে এই ঘোষণা দিলে কি একটা চুলও ছেড়া যাবে?
* যাবে। বর্তমান ছাত্রছাত্রীদের মনোবল বাড়বে।

* জনসাধারণকে সঠিক তথ্য জানিয়ে তাদের সমর্থন পাওয়া যাবে।

* আমরা অনেকেই বুয়েটের অনেক প্রফেসরের বন্ধু, সিনিয়র বা জুনিয়র। বুয়েটের ভিসি ও সিন্ডিকেটকে এর মাধ্যমে দ্যার্থহীনভাবে জানানো হবে, অ্যালামনিরা কোন দিকে। এই চাপের দাম আছে।
#NO_STUDENT_POLITICS_IN_BUET

লেখক: জাভেদ ইকবাল, বুয়েট মেকানিক্যাল ১৯৮৩ এইচএসসি ব্যাচ
Adjunct Professor at Brandeis University, Massachusetts

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিপ্রবিতে র‍্যাগিংয়ের শিকার হয়ে ৩ শিক্ষার্থী অসুস্থ, অভিযুক্ত ৭ শিক্ষার্থীকে বহিষ্কার

যেভাবে দ্রুত ১৮ হাজার কর্মকর্তা নিয়োগ দিবে সরকার

কুবি রোভার স্কাউটস গ্রুপের তাঁবুবাস ও দীক্ষা সম্পন্ন

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস

২০ হাজারের বেশি কর্মকর্তা নিয়োগ দিবে সরকার

আইইউটির তিন শিক্ষার্থীর মৃত্যু, পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

ছাত্রলীগ: মিছিল ৭ মিনিটের, আটক ৫

৩৭ বছর পর কমার্স কলেজে প্রকাশ্যে শিবির, আয়োজন করল নবীণবরণ

১০

এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১ শতাংশ

১১

ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা

১২

এবতেদায়ি মাদ্রাসাকে লালন করতে না পারলে ইসলামি শিক্ষা অসম্ভব: ধর্ম বিষয়ক উপদেষ্টা

১৩

ববিতে এখনও বদলায়নি শেখ হাসিনা ও তার পরিবারের নামে হল ও লাইব্রেরি

১৪

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে

১৫

বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কটে ৯ মাসে বন্ধ দুইশ কারখানা

১৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের নেতৃত্বে রায়হান-রাশেদুল

১৭

কোনো পুলিশ সদস্যকে অযথা ভিকটিমাইজ করা হবে না: আইজিপি

১৮

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

১৯

৮ মাসে হাফেজ হলেন ৮ বছরের ওমর

২০