জাবি প্রতিনিধি: অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আগামী শুক্র-শনিবারের মধ্যে হত্যাকারী রিকশাচালকে সনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে মশাল মিছিল করেছে তার ব্যাচের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২১ নভেম্ব) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে একটি মশাল মিছিল বের করেন তারা। সেখান থেকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রাশানিক ভবন, বটতলা এবং বঙ্গবন্ধু হল সংলগ্ন সড়ক ঘুরে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় তাদের দাবি আদায় না হলে আগামী রবিবার থেকে আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আরাফাত হোসাঈন বলেন, আমরা এর আগে এগারোটি দাবি উত্থাপন করেছি। যেগুলোর মধ্যে কিছু দাবি বাস্তবায়ন হতে সময় লাগবে, তবে আমরা চাই কিছু সময় লাগলেও সেগুলো বাস্তবায়ন হোক। রিকশা চালককে আগামী শুক্র-শনিবারের মধ্যে সনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে আমরা আজকে মশাল মিছিল করেছি। যদি প্রশাসন এ সময়ের মধ্যে এটি না করতে পারে তাহলে আমরা রবিবার থেকে কঠোর কর্মসূচিতে যাবো।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী শিচতী বলেন,আমরা ক্যাম্পাসে এসেছি এক মাস হয়েছে। এর মধ্যে আমরা আমাদের সহপাঠীকে হারাতে হয়েছে। এমন মৃত্যু আমরা কখনো মেনে নেয়া যায় না। আমরা মনে করি এটি একটি কাঠামোগত মৃত্যু।
এসএস/
মন্তব্য করুন