নিউজ ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে তা নিয়ে কথা হয়েছে। পাশাপাশি কোনো প্রতিবন্ধকতা এলে সেটি মোকাবিলায় করণীয় কী, সেটিও আলোচনায় এসেছে।
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর বাংলামোটরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে। এই সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১৮ সদস্যের মধ্যে ১৬ জন অংশ নেন।
সভা সূত্র জানায়, প্রথম সভায় মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ ও সাংগঠনিক বিস্তার, সদস্যদের মধ্যে সমন্বয় এবং বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া সংগঠনের নিজস্ব নিয়মকানুন কেমন হবে তা নিয়ে কথা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ শনিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘এটি আমাদের অভ্যন্তরীণ সভা ছিল। এই সভা ছিল পরিচিতিমূলক। একেবারেই প্রাথমিক কিছু বিষয় নিয়ে এখানে কথা হয়েছে।’
সভা সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্যদের কী কী নিয়মকানুন অনুসরণ করতে হবে তা নিয়ে কথা হয়েছে। কী প্রক্রিয়ায় নির্বাহী কমিটির সভায় কোনো বিষয় উত্থাপন করা হবে, কেউ অভিযোগ জানাতে চাইলে কীভাবে তা জানাবে—এসব বিষয়েও আলোচনায় এসেছে। পাশাপাশি শৃঙ্খলা মেনে চলার বিষয়ে কথা হয়েছে সভায়।
সভায় জাতীয় রাজনীতির কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি বলে প্রথম আলোকে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয় ২১ নভেম্বর। এর আগে গত ২২ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ সদস্যের সমন্বয়ক টিম বিলুপ্ত করে চার সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে হাসনাত আবদুল্লাহকে আহ্বায়ক, আরিফ সোহেলকে সদস্যসচিব, আবদুল হান্নান মাসউদকে মুখ্য সংগঠক ও উমামা ফাতেমাকে মুখপাত্র করা হয়। তাঁরা চারজন পদাধিকারবলে নির্বাহী কমিটিরও সদস্য।
/ইএইচ
মন্তব্য করুন