এডুকেশন টাইমস
১৯ এপ্রিল ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক মাসেও শেষ হয়নি জবি ছাত্রী অবন্তিকার আত্মহত্যার তদন্ত

ছবি: সংগৃহীত

সাইফুর রহমান শিহাব, জবি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি এক মাসেও তদন্ত কার্যক্রম শেষ করতে পারেনি।

তদন্ত কমিটির দাবি, অবন্তিকার আত্মহত্যার ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। যেন ঘটনার সাথে বিশ্ববিদ্যালয়ের কেউ জড়িত থাকলে বা কারো গাফিলতি থাকলে সে বিষয়ে পুরোপুরি বস্তুনিষ্ঠ একটি প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়।

ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়া এবং কিছু এভিডেন্স পাওয়ার ক্ষেত্রে আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে বলে সময় লাগছে বলেও দাবি কমিটির সদস্যদের।

জানা যায়, গত ১৫ মার্চ রাতে কুমিল্লার বাগিচাগাঁও ফায়ার সার্ভিস সংলগ্ন বাসায় আত্মহত্যা করেন জবি ছাত্রী অবন্তিকা। তার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে আত্মহত্যার জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আইন বিভাগের শিক্ষার্থী রায়হান সিদ্দিকি আম্মানকে দায়ী করেন। মুহূর্তেই সেই ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে যায়।

অবন্তিকার মৃত্যুর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে ঘটনার পেছনে জড়িতদের অতি দ্রুত শাস্তির আওতায় আনার দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় থেকে দ্বীন ইসলামকে সাময়িক বরখাস্ত এবং আম্মানকে সাময়িক বহিষ্কার করা হয়। ঘটনার পেছনে বিশ্ববিদ্যালয়ের কেউ জড়িত আছে কিনা সেটি তদন্তে পরদিন (১৬ মার্চ) পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

কমিটিতে আহ্বায়ক অধ্যাপক ড. জাকির হোসেন ও সদস্য সচিব হিসেবে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (আইন) অ্যাডভোকেট রঞ্জন কুমার দাস রয়েছেন। কমিটির অন্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল হোসেন এবং সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ।

তদন্ত কমিটি ইতিমধ্যে বেশ কয়েকবার কুমিল্লায় অবন্তিকার বাসায় গিয়ে তার মায়ের সাথে কথা বলার পাশাপাশি জেল কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে অভিযুক্ত শিক্ষক দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মানকে জেল গেটেই জিজ্ঞাসাবাদ করেছেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক প্রক্টর এবং অবন্তিকার ১৫-২০ জন সহপাঠীসহ প্রায় অর্ধশত ব্যক্তির সাথে ঘটনা সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেছে কমিটি। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে প্রায় ৮-৯ বার মিটিং করেছে কমিটির সদস্যরা।

অবন্তিকার ময়নাতদন্তের প্রতিবেদন ও মোবাইলের কিছু তথ্য চেয়ে পুলিশের কাছে কয়েক দফা যোগাযোগ করেছেন তদন্ত কমিটির সদস্যরা। তবে বিভিন্ন আইনগত জটিলতায় এসব তথ্য পেতে দেরি হচ্ছে। কবে নাগাদ এসব তথ্য পাওয়া যাবে সেটি এখনো অনিশ্চিত।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, আগে অনেক তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তবে সেগুলো আর আলোর মুখ দেখেনি। অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটি একই রাস্তায় না হেঁটে দ্রুততম সময়ে প্রকৃত তথ্য উপস্থাপন করুক আমরা সেটাই চাই।

তদন্ত কমিটির সদস্য ও জবির আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এস মাসুম বিল্লাহ বলেন, বিষয়টিতে জটিল রসায়ন জড়িত। তাড়াহুড়ো করলে বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি করা সম্ভব হবে না। আমরা ইতোমধ্যে কুমিল্লা গিয়েছি কয়েকদিন। জেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অভিযুক্তদের সাথে কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পর্যায়ের অনেকের সাথেও কথা বলেছি। আমরা ইন্টারভিউ প্রক্রিয়াটি মোটামুটি গুছিয়ে এনেছি। প্রতিবেদন লেখাও চলমান রয়েছে।

তিনি বলেন, কারো কোনো দায় রয়েছে কিনা সেটি আমরা ভালোভাবে খতিয়ে দেখছি। আমরাও এ বিষয়টি নিয়ে সমানভাবে ব্যথিত। এ ঘটনায় স্বতন্ত্র একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। তারাও কাজ করছেন। পুলিশের কাছ থেকে সমর্থনমূলক কিছু বিষয় আমরা চেয়েছি, তারা সহায়তা করার আশ্বাস দিয়েছেন। তবে এক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুযায়ী সব কিছু করতে হবে। তাই কিছুটা সময় লাগছে।

তদন্ত কমিটির আহ্বায়ক ও জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন বলেন, পুলিশের কাছে কিছু তথ্য চেয়েছি, তারা সেগুলো দিবে বলেছেন। তবে তাদের ভাষ্য এখনো তাদের কাছে সেই তথ্যগুলো নেই। সেই তথ্য কবে নাগাদ পাবো তার উপর এখন নির্ভর করছে প্রতিবেদন জমা দেওয়ার সময়। তথ্যগুলো না পেলে সঠিক কারণ উদ্‌ঘাটন অনেকটা কঠিন হয়ে পড়তে পারে।

এর আগে, অবন্তিকার মৃত্যুর ঘটনায় গত ১৬ মার্চ অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে তার মা তাহমিনা বেগম কুমিল্লায় কোতয়ালী মডেল থানায় মামলা করে। মামলায় রায়হান সিদ্দিকি আম্মান ও দ্বীন ইসলামকে আসামি করা হয়। কয়েক দফা রিমান্ড শেষে তারা দুইজন কারাগারে আছেন।

এএআর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে চাকরি প্রার্থীর আবেদন প্রক্রিয়া সহজীকরণে ‘স্মার্ট রিক্রোটমেন্ট সিস্টেম’ চালু

আগামীকাল সব বিভাগীয় শহরে বিক্ষোভ করবে ছাত্রশিবির

চিন্ময় দাসের সমর্থকদের হামলায় আইনজীবী নিহত, চবিতে বিক্ষোভ

ববির নতুন ট্রেজারার অবসরপ্রাপ্ত কর্ণেল আবু হেনা মোস্তফা কামাল খান

আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেল গুমের শিকার ইবির দুই শিক্ষার্থী

চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তার ও জামিন নাকচের প্রতিবাদ জানিয়ে ভারতের বিবৃতি

ইসকনের আন্দোলনে দেশি-বিদেশি ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

যবিপ্রবিতে সাংস্কৃতিক সপ্তাহের সমাপনী

গুচ্ছ ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে আলোচনার ডাক শিক্ষা মন্ত্রণালয়ের

পবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা

১০

চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যার অভিযোগ

১১

মোল্লা কলেজে পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করল পেট্রোবাংলা

১২

ট্রাম্প যুগে পরিবর্তনের ছোঁয়া: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের নতুন দিগন্ত

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের আরেক নাম ‘নাপা সেন্টার’

১৪

ইবিতে লেখক ফোরামের দুইদিনব্যাপী ‘লেখা প্রর্দশনী’

১৫

মাভাবিপ্রবিতে  সিএসই বিভাগের তত্বাবধানে প্রকল্পের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ

১৬

সংবিধান সংস্কারে বিএনপির ৬২ প্রস্তাব

১৭

ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দল গঠন করবে ছাত্ররা

১৮

ববিতে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে মানবন্ধন, পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ

১৯

পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিতে নয়ছয়; রাবিতে ফের আন্দোলনের প্রস্তুতি

২০