এডুকেশন টাইমস
৩০ এপ্রিল ২০২৪, ১০:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বন্ধুকে নিয়ে ঘুরতে এসে ছিনতাইয়ের শিকার জবি শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

জবি প্রতিনিধি: বন্ধুকে নিয়ে ঘুরতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থী ইংরেজি বিভাগের ১৪তম ব্যাচের হাসানুর রহমান। রবিবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ভিক্টোরিয়া পার্কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, গ্রাম থেকে আমার বন্ধু ঢাকায় এসেছে ব্যবসার মালামাল কেনার জন্য। গুলিস্তান থেকে মালামাল কেনা শেষ করে রাতে আমার বাসায় থাকবে। বাসায় এসে গরমে অস্বস্তি লাগার কারণে আমরা বাসা থেকে বের হয়ে আমি আর আমার এলাকার বন্ধু ভিক্টোরিয়া পার্কে বসে ছিলাম। আমার একটা কল আসার কারণে আমি পাশে গিয়ে কথা বলতেছিলাম। ওই সময়ে দেখি আমার বন্ধুর সাথে কয়েকজন তর্কাতর্কি করছে। পরে আমি সেখানে গিয়ে দেখি তারা আমার বন্ধুকে তারে উল্টাপাল্টা প্রশ্ন করছে। তাদের দেখে বুঝা যাচ্ছিল তারা ওই সময় মদ খেয়ে এসেছে।

যেহেতু আমার বন্ধু ঢাকায় এসেছে মালামাল কিনতে তার সাথে প্রায় ১৮ হাজার টাকা ছিলো। কথা বলার একপর্যায়ে তারা আমার বন্ধুকে টাকা দিতে বলে। আমার বন্ধু বুঝতে পেরে তার সাথে থাকা টাকাগুলো আমাকে দিয়ে দেয়। তারা টাকা আছে আমাদের কাছে বুঝে যায়। তর্কাতর্কির এক পর্যায়ে আমি এবং আমার বন্ধুর কাছে ৫০০০ টাকা দাবি করে। কারণ জানতে চাইলে তারা বলে তোদেরকে টাকা দিতে হবে, টাকা না দিলে এখান থেকে যেতে পারবি না।

ভুক্তভোগী শিক্ষার্থী আরও বলেন, আমার বন্ধু এলাকা থেকে এসেছে, এখানে আমার সুনাম জড়িত। তাই তাদেরকে বুঝালাম যেন এহেন কর্মকাণ্ড না করে। তাহলে পরিবারের কাছে আমার সম্মান শেষ হয়ে যাবে। আমিও অনেক রিকুয়েস্ট করতে গেলে আমাকেও মারার হুমকি দেয়। টাকা না দিতে চাইলে আমার বন্ধুর কলার ধরে। পরে বলে ১ হাজার টাকা দিলে ছেড়ে দিবো, তাড়াতাড়ি টাকা দেয়। পরে তারা আমাদের থেকে টাকা নিয়ে চলে যায়।

ছিনতাইকারীদের পরিচয় জানতে চাইলে ভুক্তভোগী হাসান বলেন, তারা ৫-৬ জন ছিলো, সবগুলোই আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করে সে পরিচয় দেয়। ফিলোসোফি ডিপার্টমেন্টের ১২তম ব্যাচের মেহেদী, মিউজিক ডিপার্টমেন্টের ১৪তম ব্যাচের কৌশক সরকার সাম্য আরও যারা ছিলো তাদেরকে চিনতে পারিনি।

হাসান আরও বলেন, পরের দিন সকালে আমি বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রক্টর অফিসে অভিযোগ দিয়ে আসি। প্রক্টর স্যার বিষয়টি দেখবেন বলেছেন এবং আমাকে থানায় অভিযোগ করতে বলেছেন। পরে আমি সূত্রাপুর থানায় গিয়ে অভিযোগ করে আসি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দায়িত্বে থাকা নেতারা বলেন, যাদের নাম বলা হয়েছে তারা কেউ ছাত্রলীগ করে না। তারা ছাত্রলীগের নাম ভাঙিয়ে এসব করে বেড়ায়। ছাত্রলীগের কোনো কার্যক্রমে তাদের সংযোগ নেই। এরা অপকর্মে জড়িত হয়ে ছাত্রলীগের নাম বলে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ভুক্তভোগীরা এসে অভিযোগ দিয়ে গেছে। যাদের নামে অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে এর আগেও আমাদের কাছে অভিযোগ এসেছে। বিষয়গুলো সবই একই রকম। আমি বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছি। তাদেরকে থানায় অভিযোগ করতে বলেছি, বিষয়টি যেন গুরুত্ব দেওয়া হয় আমি এ বিষয়ে থানায় কথা বলবো।

অভিযোগের বিষয়ে সূত্রাপুর থানার ওসি মো: মাসুদ আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারা এর সাথে জড়িত দেখা হবে।

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতা‌ধিক নেতাকর্মীকে ব‌হিষ্কার ও ৫ শতা‌ধিককে শোকজ: ছাত্রদল সম্পাদক

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

কুবিতে খেলায় মারামারির ঘটনায় লিখিত অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ছাত্রাবাসে উঠতে ছাত্রদলের বাধা, ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৭ শিক্ষার্থী আহত

কুবির সিন্ডিকেটে নতুন দুই মুখ

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার, তা করবো: সিইসি নাসির

কুবির দুই হলের নাম পরিবর্তন ও এক হলের নতুন নামকরণ

বাকৃবিতে ডোপ টেস্ট বাধ‌্যতামূলক করা হ‌বে: বাকৃ‌বি উপাচার্য

২০২৫ সালে মাধ্যমিক স্কুলে ছুটি থাকবে ৭৬ দিন

১১ দফা দাবিতে বিজনেস স্টাডিজ অনুষদে তালা দিয়েছেন জাবি শিক্ষার্থীরা

১০

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নেবে ৫৫ কর্মী, আবেদন অনলাইনে

১১

৮ প্রকাশনার সবকটিতেই চৌর্যবৃত্তি করে পদোন্নতি রাবি অধ্যাপকের

১২

সুযোগ এসেছে শিক্ষা ব্যবস্থা নতুন করে গঠনের: ড. আমিনুল ইসলাম

১৩

বিএনপির প্রস্তাবিত ব্যক্তিই হলেন প্রধান নির্বাচন কমিশনার

১৪

নতুন সিইসি সম্পর্কে আরও যা জানা গেল

১৫

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

১৬

প্রধান নির্বাচন কমিশনার হলেন এ. এম. এম নাসির উদ্দীন

১৭

নতুন নির্বাচন কমিশন গঠন

১৮

নির্বাচনের সম্ভাব্য তারিখ জানালেন উপদেষ্টা সাখাওয়াত

১৯

নিয়োগ দিচ্ছে গ্রামীন ব্যাংক, আবেদনের শেষ তারিখ ৮ ডিসেম্বর

২০