এডুকেশন টাইমস ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার পর হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য হলে ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হয়।
বুধবার (১ মে) বাসায় যাওয়ার সুবিধার্থে ঢাকা ও চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করে।
বৃহস্পতিবার (২ মে) অন্যান্য দূরবর্তী জেলা এবং বিভাগীয় শহরগুলোতে বাসের ব্যবস্থা করা হয়। রংপুর, রাজশাহী, নোয়াখালী, ভাঙ্গা, ময়মনসিংহ ও সিলেটের উদ্দেশ্যে সকালে বাসগুলো ক্যাম্পাস থেকে ছেড়ে যায়। সিলেটগামী বাসে অন্যান্য বিভাগীয় শহরের শিক্ষার্থীরা ওঠে গেলে। আরেকটা বাসের ব্যবস্থা করা হয়।
বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম মন্তব্য করে পোস্ট করেছেন।
আইন বিভাগের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদের ট্যুরের ব্যবস্থা করে দেওয়ার জন্য।’
পদার্থ বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী লিখেছেন, ‘চলো না ঘুরে আসি সিলেট থেকে। ধন্যবাদ মাননীয় এভাবে ফ্রী’তে বিনোদন এবং একটা মিনি ট্যুরের ব্যবস্থা করে দেওয়ার জন্য।’
ব্যবসা শিক্ষা বিভাগের এক শিক্ষার্থী লিখেছেন, ‘কী একটা অবস্থা? গতকাল যারা ফেসবুকে উরাধুরা পোস্ট করেছে তারাই দেখি বাসে। কারও স্বপ্ন বাড়িতে যাচ্ছে আবার কারও স্বপ্ন ট্যুরে।’
তিনি নিচে আরও লেখেন,’বি.দ্র.: নিদিষ্ট করে কাউকে বলা হয়নি। সো ডোন্ট সিরিয়াস।’
মন্তব্য করুন