এডুকেশন টাইমস
৫ মে ২০২৪, ৬:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে কুবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি: এডুকেশন টাইমস

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমানের উপর হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা। রবিবার (৫ মে) বেলা সাড়ে ১১টায় ব্যবসায় অনুষদের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে মার্কেটিং বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী শাহদাত তানভীর রাফি বলেন, ‘গত কয়েকদিন যাবত আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উপর হামলার বিভিন্ন ছবি ভিডিও প্রকাশ পেয়েছে। তার পাশাপাশি উপাচার্যের সিধান্তক্রমে ক্লাস-পরীক্ষা বর্জনসহ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এইসব বিষয়ে আসলে কথা বলার কেউ নাই। এর পাশাশপাশি ভুয়া আইডির মাধ্যমে সমাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানহানিকর নানা ভুল তথ্য প্রচার করা হচ্ছে। এর ধারাবাহিকতায় মার্কেটিং বিভাগের শিক্ষক মাহফুজুর রহমানের নামে সমাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এইসব প্রোপাগান্ডা এবং মাহফুজুর রাহমানের উপর হামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আমার এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’

মানববন্ধনের উপস্থিত মার্কেটিং ১৩তম আবর্তনের শিক্ষার্থী রবি চন্দ্র দাস বলেন, ‘গত ২৮ এপ্রিল আপনারা দেখেছেন যে কিছু অছাত্র বহিরাগত শিক্ষার্থী উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা করে। প্রতিবার এই অছাত্র বহিরাগত শিক্ষার্থীরা উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এর আগেও আমাদের শিক্ষার্থীদের উপর হামলা চালায়, এইবার আমাদের আমাদের শিক্ষকদের উপর হামলা চালিয়েছে। এই হামলার প্রতিবাদে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি।আমরা সুষ্ঠু বিচার চাই।’

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তাহারাতবির হোসেন পাপন মিয়াজী বলেন, ‘শিক্ষকের গায়ে হাত দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্মকর্তা উপাচার্য স্যার। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত লজ্জার। মাননীয় উপাচার্যের হস্তক্ষেপে এই হামলা হয়েছে। মহামান্য আচার্য একজন উপাচার্য নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি সুষ্ঠু সুন্দর পড়ালেখার পরিবেশ সৃষ্টি করে শিক্ষার্থীদের সুন্দর সাবলীল জীবন গঠনে ভূমিকা রাখতে পারে সে অবস্থা সৃষ্টি করে দেওয়ার জন্য। কিন্তু বর্তমান উপাচার্য করেছেন তার উল্টোটা। তিনি আসার পরে বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার পরিবেশ নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। তিনি সৃষ্টি করেছেন ত্রাসের রাজত্ব। গত ২৮এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর যে নৃশংস হামলা হয়েছে তার জন্য আজকে আমরা সবাই মানসিকভাবে আহত। উপাচার্য তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করছেন এবং প্রবেশ করে তারঁ নির্দেশে সন্ত্রাসীরা আমাদের শিক্ষকদের কর্মসূচী চলা অবস্থায় তাঁদের উপর হামলা করেছে। সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা সহ পুরো জাতি দেখেছে কীভাবে উপাচার্য শিক্ষকদের উপর হামলা করিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘আমরা নানা ভিডিওতে দেখেছি উপাচার্য কিভাবে আমাদের শিক্ষকদের উপর কনুই দিয়ে আঘাত করেছে। একজন উপাচার্য কনুই দিয়ে যদি শিক্ষকদের উপর হামলা করতে পারে তাহলে তাঁর সন্ত্রাসী বাহিনী কী অবস্থা করতে পারে আমাদের শিক্ষকদের? তিনি এই সন্ত্রাসী বাহিনীকে দিয়ে ভূয়া আইডি তৈরি করে মাহফুজুর রাহমান স্যারের বিরুদ্ধে নানা মিথ্যা তথ্য ছড়িয়ে তাঁর সম্মানহীন করছে।’

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুটেক্স ও ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

জাবিতে প্রাণরসায়ন ছাত্র সংসদের ভিপি বনি আমিন, জিএস ইমন

শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র পুরান ঢাকা

ববি শিক্ষার্থী রবিনের ‘ষোল আনা’

ওসির কথায় উজ্জীবিত হয়ে থানায় পিস্তল নিয়ে এলো চার শিশু

কুরআন দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ বেরোবি দাওয়াহ সোসাইটির 

যবিপ্রবিতে বৈদ্যুতিক গাড়ি নিয়ে রিসার্চ সেলের সেমিনার

২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি ৬৩ লাখ ডলার

নিয়োগ দিচ্ছে আকিজ বেকারস, থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা

বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের যৌথ আক্রমণ, সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর, পরীক্ষা স্থগিত

১০

ইবিতে হাতেনাতে আটক দুই চোর, পুলিশে সোপর্দ

১১

পুরো সোহরাওয়ার্দী কলেজ এখন ধ্বংসস্তূপ: অধ্যক্ষ কাকলি

১২

ইবির বঙ্গবন্ধু হলের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন উপাচার্য 

১৩

অভিজ্ঞতা ছাড়াই ১৮,০০০ বেতনে চাকরি জেন্টল পার্কে, যোগ্যতা এইচএসসি পাশ

১৪

খুলনা জেলা স্টেডিয়ামে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৫

আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই: নাহিদ ইসলাম

১৬

২ দিনের আল্টিমেটাম শেষে জাবিতে রেজিস্ট্রার ভবনে তালা

১৭

ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

পবিপ্রবিতে র‍্যাগিংয়ের শিকার হয়ে ৩ শিক্ষার্থী অসুস্থ, অভিযুক্ত ৭ শিক্ষার্থীকে বহিষ্কার

১৯

যেভাবে দ্রুত ১৮ হাজার কর্মকর্তা নিয়োগ দিবে সরকার

২০