কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২৪ ঘণ্টা মধ্যে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলো খুলে দেওয়ার আল্টিমেটামের পর আজকে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি।
বুধবার (৬ মে) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
অবস্থান কর্মসূচি সম্পর্কে কুবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘এটি আমাদের ধারাবাহিক কর্মকান্ডেরই একটা অংশ। গত ২৮ এপ্রিল উপাচার্যের নেতৃত্বে শিক্ষক পিটিয়ে প্রশাসনিক ভবনে প্রবেশ করেছেন তিনি। শিক্ষকদের পিটিয়ে তো আইনগত এবং নৈতিকতা মানদণ্ডেও এই পদে থাকার যোগ্যতা হারিয়েছেন তিনি। চেয়ারে বসে তিনি আবার নির্দেশ দিয়েছেন হামলা করার। এটা তো ফৌজদারী অপরাধ।’
তিনি আরো বলেন, ‘আমরা উপাচার্যের পদত্যাগের একদফা দাবির পাশাপাশি সিন্ডিকেটে যে মিথ্যা তথ্য দিয়েছেন যে, হলের শিক্ষার্থীদের অস্ত্র ও টাকা সরবরাহ হচ্ছে যে হল বন্ধ করেছেন সে বিষয়ে ক্ষমা চাইতে হবে। বিশ্ববিদ্যালয় ও হলগুলো খুলে দিয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ চালু করতে হবে।’
এএকে/
মন্তব্য করুন