জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মুক্তিকামী ফিলিস্তিনের উপর জায়নবাদী ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে প্রতিবাদী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১মে) বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন মহুয়া মঞ্চ প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি র্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত থাকা দর্শন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, ১৯৪৮ সাল থেকে ইসরায়েল জায়নবাদী রাষ্ট্রগুলোর সহযোগিতা নিয়ে ফিলিস্তিনের ভূমিপুত্র মুসলমানদের উপর হামলা চালিয়ে আসছে। সম্প্রতি যুদ্ধে আত্মরক্ষার নামে হত্যা করেছে হাজার হাজার ফিলিস্তিনি । আর কত মৃত্যু হলে তারা থামবে। তবে ফিলিস্তিন একদিন স্বাধীন রাষ্ট্র হবেই।
পরিবেশ বিজ্ঞান বিভগের শিক্ষক অধ্যাপক জামাল উদ্দীন তাঁর প্রতিবাদী বক্তব্যে বলেন, মুসলিম রাষ্ট হিসেবে বাংলাদেশ সরকারের উচি সংসদে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জানানো, পাসপোর্টে ‘বয়কট ইসরায়েল’ লেখা। এদের সকল পণ্য জাতীয়ভাবে বয়কট করা। আন্তর্জাতিক মহলের কাছে দাবি রাখছি জাতিসংঘে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃত দিয়ে একটি শান্তিপূর্ণ অবস্থা তৈরি করা এবং ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো।
ইতিহাস বিভাগের অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, ফিলিস্তিনের মুক্তির দাবিতে আজ সারাবিশ্ব উত্তাল। এ দাবি উঠেছে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতেও। তারই ধারাবাহিকতায় আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও হচ্ছে প্রতিবাদ সমাবেশ। স্পষ্টভাবে বলতে চাই, যে জাতি ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে সে জাতি মুক্তিকামী ফিলিস্তিনের পক্ষেই থাকবে। ইসরায়েলর পাশাপাশি জায়নবাদী বাইডেন প্রশাসনের প্রতিও তীব্র ঘৃণা প্রদর্শন করছি।
এছাড়া অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ, ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের হারানো ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে, গণহত্যার দায়ে জড়িত থাকার অপরাধে জায়নবাদী ইসরায়েলের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে, নিরাপত্তা পরিষদে কার্যকর ব্যবস্থা নেওয়ার পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে জনমত তৈরি করতে হবে এসব বিষয় তুলে ধরে সমাবেশে মুসলিম দার্শনিক মুসা-আল হাফিজসহ বিশ্ববিদ্যালয়ের আরো অনেক শিক্ষক-শিক্ষার্থী বক্তব্য রাখেন।
মন্তব্য করুন