ডেস্ক রিপোর্ট:
যখন আমরা সাম্যের কথা ভাবি, নারী পুরুষর সমতার কথা ভাবি,ধনী-দরিদ্রদের মধ্যে সাম্যের কথা ভাবি। সব সাম্যের বেলায় বারবার নজরুল ফিরে আসেন আমাদের মাঝে। তিনি আমাদের শাণিত করেন প্রতি মুহুর্তে।
শনিবার (২৫ মে) বিকেলে গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ কালি নারায়ন উচ্চ বিদ্যালয় মাঠে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ও নেতাজি সুভাষ-কাজী নজরুল সোশ্যাল এন্ড কালচার ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মদিবসে অনুষ্ঠানে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর এমিরেটাস অধ্যাপক ড. আতিয়ার রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মা, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী ডা: দিপু মনি এমপি আরো বলেন, আজকের যে স্মার্ট বাংলাদেশ তা গড়তে হলে আমাদের প্রত্যেককে মানুষ হতে হবে, বিজ্ঞানমনস্ক, কুসংস্কার মুক্ত, অসাম্প্রদায়িক, ধর্মান্ধতা মুক্ত। এরজন্য যে অনুপ্রেরণা তা নজরুল আমাদের দিবেন, দিয়ে যাচ্ছেন। কাজেই তার যে সাহিত্য, সংস্কৃতি ও বিশাল ভান্ডার আছে তার মধ্যে আমাদের অবগাহন করতে হবে, এ নির্যাস নিতে হবে।
তিনি বলেন, এখন দেখা যাচ্ছে আমাদের মধ্যে ধর্মান্ধতা, কুসংস্কার, কুপকমন্ডিতা, সাম্প্রদায়িকতার বিষবাক্স আমাদের সমাজকে কলুষিত করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বর্তমান প্রজন্মকে। তারাই পারবে সব প্রতিবন্ধকতা দূর করে অসাম্প্রদায়িক সাম্যের পৃথিবী গড়ে তুলতে। এর জন্য প্রত্যেককে নজরুল শুধু পড়া নয়, নজরুলকে অনুভব করতে হবে, হৃদয় ও মস্তিষ্কে ধারণ করতে হবে। নজরুলের যে বিজ্ঞানমনস্কতা এটিও ধারণ করতে হবে।
অনুষ্ঠানে কবি নজরুল ইসলামের কবিতা ও গানে অংশ নেন দেশ বরেণ্য আবৃত্তিকার ও শিল্পীরা।
আরএন/
মন্তব্য করুন