কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে ১৪তম দিনের মত অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি। বুধবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা।
অবস্থান কর্মসূচি নিয়ে অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন, গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের একদফা দাবিতে এই অবস্থান কর্মসূচি। শিক্ষক সমিতির সাধারণ সভায় যে ঘোষণা হয়েছে তার ধারাবাহিকতায় অবস্থান কর্মসূচি অব্যাহত আছে।
তিনি আরও জানান, গতকাল সাধারণ সভায় এই বিষয়ে আলোচনা হয়েছে। যদি এই বিষয়টি অনতিবিলম্বে সুরাহা না হয় তাহলে শিক্ষক সমিতি আরো কঠোর কর্মসূচি দিবে এবং বাস্তবায়ন করবে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সুরাহা না হয়ে যদি ক্যাম্পাস খুলে, এর চেয়ে বড় সন্ত্রাসী হামলা যে হবে না এর নিশ্চয়তা নেই। তাই, আমরা চাই এই উপাচার্যের পদত্যাগ ও সুষ্ঠু শিক্ষা কার্যক্রম।
উল্লেখ্য, উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে গত সোমবার (৬ মে) থেকে অবস্থান কর্মসূচি পালন করছে কুবি শিক্ষক সমিতি।
এসআই/
মন্তব্য করুন