এডুকেশন টাইমস ডেস্ক:
কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলার বিজ্ঞাপনে অংশ নিয়ে সম্প্রতি বিতর্কের মুখে পড়েন অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা। এই ইস্যুতে দুই অভিনেতাকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী এম. আহসান উদ্দিন।
জানা যায়, বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে ময়মনসিংহের বলাশপুর এলাকার বাসিন্দা সাকিব আহমেদ তুহিনের পক্ষে রেজিস্ট্রি ডাকযোগে এই আইনি নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়, কোকাকোলার বিতর্কিত বিজ্ঞাপনে অংশ নিয়ে অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত দিয়েছেন। সেই সাথে তারা আর্থিকভাবে লাভবান হয়ে মানবতা বিরোধীদের পক্ষ নিয়েছেন। এই পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই আগামী সাত দিনের মধ্যে অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্য দিতে হবে। অন্যথায় কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না- তাও জানাতে হবে।
বিতর্কিত সেই বিজ্ঞাপনটিতে দেখা যায়, কোকাকোলাকে সবাই যে দেশের পণ্য মনে করছে, আসলে পণ্যটি সেদেশের নয়। সঠিক তথ্য না জেনেই এটি বয়কটের ডাক দিয়েছে সবাই।বিশ্বের ১৯০টি দেশের মানুষ কোক খায়। ফিলিস্তিনেও আছে কোকাকোলার ফ্যাক্টরি। তাই বিভ্রান্তিতে না থেকে গুগলে সার্চ করে আসল তথ্য নিশ্চিত হতে আহবান করা হয়। আর এই বিজ্ঞাপন প্রচারের পর নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন জীবন ও শিমুল।
প্রসঙ্গত, নিজেদের অবস্থান তুলে ধরে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছেন জীবন ও শিমুল।
ইএইচ/
মন্তব্য করুন